ব্যবসা করার টাকা চেয়ে ভাইয়ের হাতে আক্রান্ত হলেন দাদা। আহত দাদা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা থানার কামারডাঙা গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আহতর নাম পরেশ মন্ডল। সে জানায় নতুন ব্যবসা করবে সেই কারনে টাকা চাই বাবা সীমন্ত মন্ডলের কাছে। এই নিয়ে বচসা শুরু হলে সেখানে উপস্থিত ভাই বিপুলের সঙ্গে ঝামেলা চরম আকার ধারন করে। সেই সময় বিপুল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর চরাও হয়ে মারধর শুরু করে। এতে তার মাথায় গুরুত্বর আঘাত লাগে। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।