Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
India failed in the World Cup, what is the reason for this disaster in India

বিশ্বকাপে ব্যর্থ ভারত, কী কারণে ভারতের এই বিপর্যয়

বিশ্বকাপে ব্যর্থ ভারত, কী কারণে ভারতের এই বিপর্যয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ব্যর্থ

বিশ্বকাপে ব্যর্থ ভারত, তবে  কারণে ভারতের এই বিপর্যয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। আজ সোমবার শেষ হচ্ছে ভারতের বিশ্বকাপ অভিযান। আফগানিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ড টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।

 

আর এর সঙ্গেই ক্রিকেটের শো-পিস ইভেন্ট থেকে ছিটকে গিয়েছে ভারত। ভারতের এবারের মতো বিশ্বজয়ের স্বপ্ন অধরাই থেকে গেল! আবারও কোটি কোটি দেশবাসীর স্বপ্নভঙ্গ! সোমবার নামিবিয়ার বিরুদ্ধে ভারত নিয়মরক্ষার ম্যাচে নামবে।

 

আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়েই আসর থেকে ছিটকে পড়ে কোহলিররা। তবে কী কারণে ভারতের এই বিপর্যয়, তা নিয়ে চলছে নানা আলোচনা। সুনীল গাভাস্কার ও হরভজন সিং টুইট করে হতাশা প্রকাশ করেন তা নিয়ে। পাকিস্তানের কাছে ১০ উইকেট এবং নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারই ভারতের বিদায়ের ভিত গড়ে দেয়। তবে আফগানিস্তান ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে নেটরান রেটের উন্নতি হলেও শেষ পার্যন্ত লাভ হয়নি তাদের।

 

প্রথম দুই ম্যাচের ব্যাটিং ব্যর্থতাই ভারতের বিপর্যয়ের মূল কারণ বলে মনে করেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। প্রাক্তন তারকা গাভাস্কার বলেন, ‘যেভাবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বোলাররা আমাদের ব্যাটারদের বেঁধে ফেলেছিলেন, সহজে রান করতে না দিয়ে, সেটাই ভারতের সেমিফাইনালে উঠতে না পারার প্রধান কারণ।

 

শিশির নিশ্চিতভাবেই ম্যাচগুলোর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সহজ করে দিয়েছে। এই সময় বলও ঘোরেনি, ফলে স্পিনারদের বলও সোজা গিয়েই পৌঁছাচ্ছিল ব্যাটারদের কাছে। পরে ব্যাট করা তুলনামূলক সহজ হয়েছে, কিন্তু স্কোরবোর্ডে ১৮০ রান তোলা থাকলে তখন ২০-৩০ রান বেশি খরচ হলেও সমস্যা হয় না।’

 

ভারতীয় দলের বোলিং কোচ ভারত অরুণ টস ফ্যাক্টরকে দায়ী করেছিলেন ভারতের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে। কিন্তু দাবির সঙ্গে দ্বিমত পোষণ করছেন প্রাক্তন স্পিনার হরভজন সিং। তিনি বলেন, ‘আমি শুনেছি ভারত বলেছেন ভারত টস জিততে পারেনি, সেটা জিততে পারলে এটা হতো, ওটা হতো! প্রথমে বোলিং করলে পরে ব্যাট করে জেতা যেত বলে যাঁরা ভাবছেন, তাঁরা এটাও দেখুন চেন্নাই সুপার কিংস তো আইপিএল জিতেছে প্রথমে ব্যাটিং করেই। আসলে আমরা প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছি।’

 

আর ও পড়ুন    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সফল পাকিস্তান, দাবি ইমরানের

 

তবে আজকের ম্যাচ বড় ব্যবধানে জিতলেও কোনও লাভ হবে না টিম ইন্ডিয়ার। পয়েন্টের নিরিখে শেষ চারে যাওয়ার আর কোনও আশা নেই ভারতের। গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলেই কোহলিরা ফিরে আসবেন দেশে।ভারতের বিশ্বকাপ ব্যর্থতার জন্য একাধিক প্রাক্তন কোহলিদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ফ্যানেরা দুষছেন আইপিএলকে।

 

তবে ভারতের প্রাক্তন ব্যাটার ও বিশ্বমানের ফিল্ডার মহম্মদ কাইফ য়েছেন ভারতের পাশেই। নামিবিয়ার বিরুদ্ধে বিরাটরা নামার আগে কাইফ আবেগি ট্যুইটে আগুন ঝলসালেন। তিনি লেখেন, ” দু’টি খারাপ ম্যাচের পরেই কোনও প্রকৃত ফ্যান প্রতারণা করে না। আপনি যদি ভারতের গাবা ও লর্ডস জয়ে সেলিব্রেট করে থাকেন, তাহলে আজ দুবাইয়েও দলের সঙ্গে থাকুন। অতীতে কখনও এতটা সমর্থনের প্রয়োজন হয়নি, আজ যতটা দরকার। টেলিভিশন অন করুন। টিমের ওপর বিশ্বাস রাখুন। আমি আছি।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top