ব্যস্ত ফুডকোর্টেই সন্তানকে প্রস্রাব করালেন মা! নিন্দায় সরব নেটিজেনরা

ব্যস্ত ফুডকোর্টেই সন্তানকে প্রস্রাব করালেন মা! নিন্দায় সরব নেটিজেনরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ব্যস্ত ফুডকোর্টেই সন্তানকে প্রস্রাব করালেন মা! নিন্দায় সরব নেটিজেনরা। মলের ফুড কোর্টে লোকজনের ভিড়। শয়ে শয়ে মানুষ সেখানে খাবার খাচ্ছেন। আর এই সবের মাঝেই একটি টেবিলে বসে এক মা তার শিশুকে প্রস্রাব করাচ্ছেন বোতলে। সম্প্রতি এমনই একটি দৃশ্য দেখা যাচ্ছে একটি ভাইরাল হওয়া ছবিতে। যা দেখে নিন্দায় সরব হয়েছেন নেট নাগরিকেরা। অবশ্য বেশ কয়েকজন ওই মায়ের পক্ষও নিয়েছেন।

 

সম্প্রতি একটি সামাজিক মাধ্যমের একটি কমপ্লেন্ট সিঙ্গাপুর নামের এক পেজে ওই ছবিটি পোস্ট করা হয়েছে। সাথে লেখা রয়েছে, “এরকম কেন? ফুডকোর্টের বাইরেই তো এক মিনিট দূরত্বে শৌচাগার।“ আর ছবিটি পোস্ট করা মাত্রই কমেন্টে ভরে গেছে ওই পেজ। এক নেট নাগরিক লিখেছেন, ‘‘আমি জানি, বাচ্চাটি খুবই ছোট। কিন্তু তা-ও এই বিষয়টি মেনে নেওয়া যায় না। কারণ ফুডকোর্টে তো মানুষ খেতেই আসে! আমি ওই মায়ের জায়গায় থাকলে ফুডকোর্টে ঢোকার আগেই ছেলে-মেয়ের প্রস্রাব পেয়েছে কি না, তা জিজ্ঞেস করে নিতাম। এটা তো তা-ও প্রস্রাব করছে! যদি বাচ্চাটার মলত্যাগের বেগ আসত! সেটাও কি ওখানেই করাতেন ওই মহিলা?”

আর ও পড়ুন    টাকা তুলতে গিয়ে অপহরণ নবম শ্রেণীর ছাত্রী

অন্য এক জন লিখেছেন, “ট্রেন-বাস বা কোনও যানবাহনে চড়ার আগে অথবা কোথাও প্রবেশের আগে আমি সব সময় আমার সন্তানদের শৌচাগারে নিয়ে যাই। শুধুমাত্র এমন ঘটনা যাতে না-ঘটে, সেই কারণেই আমি এটা করে থাকি। আমার ছেলে-মেয়েরা একটু বড় হয়েছে, তা-ও এই অভ্যেসটা আমি বজায় রেখেছি।”

অবশ্য ওই মায়ের পক্ষ নিয়েও কথা বলতে দেখা গেছে কয়েক জনকে। এর মধ্যে একজন লিখেছেন, ওই মা হয়তো কোভিডের ভয় পাচ্ছেন। তাই সাধারণ শৌচাগারে নিয়ে যেতে চাননি। ব্যস্ত ফুডকোর্টেই

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top