ভাইরাল -ব্যস্ত রাস্তায় প্রায় হাফ ডজন বাইক-গাড়িকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল বিলাসবহুল গাড়ি। এক স্কুটিচালক প্রায় চাপা পড়তে পড়তে বাঁচলেন! এমনই একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার নয়ডার সেক্টর ১৬-এর ফেজ ১-এ ঘটনাটি ঘটেছে।
যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করিনি আমরা।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ব্যস্ত রাস্তার মোড়ে যানজট তৈরি হয়েছে। লোকজন রাস্তা পেরোচ্ছেন। একাধিক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এমন সময় তীব্র গতিতে এগিয়ে আসে একটি কালো বিলাসবহুল গাড়ি। ভুল রাস্তায় ঢুকে একের পর এক গাড়ি-বাইককে ধাক্কা মেরে এগিয়ে যান গাড়ির চালক। এক জন স্কুটিচালক চাপা পড়তে পড়তে কোনওক্রমে বাঁচেন। শেষ মুহূর্তে স্কুটি থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান তিনি। তবে সে দিকে ভ্রূক্ষেপ না করেই গন্তব্যের দিকে এগিয়ে যায় কালো গাড়িটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
মঙ্গলবার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘উত্তরপ্রদেশ লিক্স’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়ো দেখে ক্ষোভও প্রকাশ করছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কিছু মানুষ মনে করেন দামি গাড়ি থাকলে যা খুশি করা যায়। পথচলতি মানুষদের মানুষ বলে মনে করেন না এঁরা। শাস্তি হওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘নিন্দনীয় ঘটনা। পুলিশের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।’’ যদিও বিষয়টি নিয়ে পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করেছে কি না তা জানা যায়নি।
