কলকাতা -বড় অংকের ব্যাংক প্রতারণা মামলায় আজ শহরে সিবিআই তল্লাশি। বিধাননগরের সুরাজ চৌখানি নাম এক ব্যবসায়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই।
বছরখানেক আগে ব্যাটিং আপ প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয় এই ব্যবসায়ী।আর্থিক প্রতারণা মামলায় সুরাজ চোখানি ছাড়াও নীতিশ দেওয়ানকে গ্রেপ্তার করে ইডি।
সিবিআই সূত্রে খবর, ব্যবসা বৃদ্ধির নামে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে প্রতারণা করেন রমেশ চোখানি। মনে করা হচ্ছে লোনের টাকাই ব্যবহার করা হয়েছিল ব্যাটিং আপে। এবার সেই মামলার তদন্ত শুরু করেছে সিবিআই।
