কোলকাতা:- আজ জীবন দীপের সামনে এই কর্মসূচিকে মাথায় রেখে তাদের এই বিক্ষোভ ! কেন্দ্রীয় সরকার দেশ দ্রোহী কাজ করছে এর মধ্য

দিয়ে এটা ভারতবর্ষের জনগণ কিছুতেই মেনে নেবে না! আসন্ন বদল অধিবেশনে এই দুটি ব্যাংক বেসরকারিকরণ এর প্রস্তাব রাখা হলো জানা যাচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর আগে ভাগেই এই প্রস্তাব দিয়ে রেখেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে ! সেজন্য বেসরকারী করণের প্রচেষ্টা সরকার করে যাচ্ছে। দুটি নাম ঘোষনা হলেও তা বলবৎ করা সম্ভব হয় নি, কারন তৎকালীন সরকারের সুচিন্তিত ভাবে কিছু সদর্থক চিন্তা ভাবনা করেছিলেন। যাতে কোন মতেই এই সুবিশাল অর্থ ভান্ডারের অপব্যাবহার করতে পারে। বর্তমান সরকার তাই অপারগ হয়ে হয়তো ব্যাঙ্কিং রেগুলেশন ধারা পরিবর্তন করার চেষ্টা করবেন। যাতে কর্পোরেট দের হাতে আগামী দিনে ব্যাঙ্কিং ব্যাবস্থা তুলে দিয়ে মানুষের সঞ্চিত অর্থ গ্রাস করতে পারে। তাই এই প্রতিবাদ সর্বাত্মকভাবে সারা দেশ জুড়ে করা হয় বলে জানা যাচ্ছে এবং এই আন্দোলন আরও বৃহত্তর রূপ বলেও তারা বলেন!