নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগণা, ১৩ জানুয়ারি, ব্যাক্তিগত শত্রুতার জেরে রাতে আগুন লাগিয়ে পুরো পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়৷ প্রতিবেশীদের তৎপরতায় দুই দেড় বছরের শিশুকন্যা সহ রক্ষা পেল পরিবারের নয় জন সদস্য৷ ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে নরেন্দ্রপুর থানা এলাকার নতুন দিয়াড়ায়৷
শুধুমাত্র উক্ত বাড়িতে নয় আরও দুটি বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে অভিযুক্ত সঞ্জয় শিকদার৷ জানা গিয়েছে পালিয়ে যাওয়ার সময় এলাকার বাসিন্দাদের তৎপরতায় তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ৷ সোমবার তাকে বারুইপুর আদালতে তোলা হবে৷ স্থানীয় ব্যবসায়ী চাঁদ প্রকাশ সিং-এর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ফলে পুড়ে গিয়েছে তার বাড়ির অধিকাংশ অংশ৷সাথে একটি স্কুটি ও একটি বাইক ভস্মীভুত৷প্রতিবেশীরা বিকট শব্দ পেয়ে বেরিয়ে আসে৷সাথে সাথেই খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে৷ তবে পুলিশ আসার আগেই স্থানীয়রা উদ্ধার করেন সকলকে৷



















