নিউজ ডেস্ক ১৬অক্টোবর ২০২০:হারতে হারতে একপ্রকার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কেকেআর দলের।
আজ নাইট রাইডার্সদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ। বিপক্ষে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই দলের দুরন্ত রোহিত শর্মার রানের ঝড় এখনও ভুলতে পারেনি নাইট দলের খেলোয়াড়রা।নাইটদের সেরা দুই অস্ত্র মানেই রাসেল এবং নারাইন। তবে এবারের আইপিএলে রাসেলের সেই পুরনো রুদ্রমূর্তি আর দেখা যাচ্ছেনা।তবে নারাইনকে আজকের ম্যাচে দেখা যাবে কিনা তা এখনও পরিষ্কার করে বলা যাচ্ছেনা।রাসেল হয়তো চোট নিয়েই আজ খেলতে নামবেন। আজকের ম্যাচ টা নাইট দলের কাছে কিছুটা অগ্নি পরীক্ষার মতন।