এবার বিজেপি ছাড়ছেন জয় ব্যানার্জি, কেন বিজেপি ছাড়ছেন তিনি? দল ছাড়ছেন জয় ব্যানার্জি। ২০১৪ সালে বিজেপিতে যোগদান করেন জয় বন্দ্যোপাধ্যায়। দলের হয়ে একাধিক নির্বাচনে অংশগ্রহণ করলেও জয় পাননি তিনি।বিজেপি ছাড়ছেন জয় বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে সেকথা জানিয়ে দিয়েছেন তিনি। তবে তিনি কোন দলে যোগদান করতে চলেছেন সেব্যাপারে এখনো কিছু জানাননি। রাজ্য নেতৃত্বের পাশাপাশি তাঁকে অবহেলা করেছে দল। খোদ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানালেন বিজেপি নেতা জয় ব্যানার্জি।
রাজীব ব্যানার্জির পর জয়ও কি এবার তৃণমূলের পথে, এমন গুঞ্জনও উঠল রাজনৈতিক মহলে। তবে এনিয়ে কিছু বলেননি জয়। এবার বিধানসভা নির্বাচনে তাঁর কপালে টিকিট জোটেনি। ফলে ক্ষোভ একটা ছিলই। ভোটের ফলাফল প্রকাশের পরই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন তিনি। সম্প্রতি তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে। এবার সরাসরি খোদ প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন ক্ষুব্ধ জয়।
তিনি দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, টানা ২ বছর ধরে আপনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট চাইছি। আজও তা পেলাম না। অসুস্থতার জন্য সাহায্য চেয়েছিলাম। তা পাইনি। ২০১৭ সালে আপনি আমাকে দলের জাতীয় কার্য নির্বাহী কমিটির সদস্য করেছিলেন। কিন্তু এবার সেই পদ থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। পদটি দিয়ে দেওয়া হয়েছিল রাজীব ব্যানার্জিকে। সেই রাজীব ব্যানার্জি বিজেপির মুখে চড় মেরে তৃণমূলে যোগ দিয়েছেন। জয় আরও লিখেছেন, ২০১৪ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর দল ও আপনার জন্য কঠিন পরিশ্রম করেছি।
আর ও পড়ুন রেনুকা মান্ডির হাতে ভাইফোঁটা নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী
এসব করতে গিয়ে মার খেয়েছি। বুকে, মাথায় গুরুতর আঘাত লেগেছে। সবচেয়ে খারাপ বিষয় হল, আজ আমার কেন্দ্রীয় নিরাপত্তা সরিয়ে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যর বিজেপি নেতারা আমাকে বরবারই অবহেলা করেছেন। কলাইকুন্ডাতে ২০১৭ সালে দেখা হওয়ার সময়েই বিষয়টি আমি আপনাকে বলেছিলাম। তার পর ১০ দিনের মধ্যে আপনি আমাকে জাতীয় কার্য নির্বাহী সদস্য নির্বাচিত করেন। তবে এখন আপনাকে জানাই, আমি খুব শীঘ্রই দল ছেড়ে দিচ্ছি। আমাকে আশীর্বাদ করুন। তিনি বলেন, তবে আমি এখনও বলছি কেন্দ্রীয় নেতৃত্ব আমায় খুবই ভালোবাসেন। তাঁরা আমাকে বিজেপি থেকে সরিয়ে দেয়নি। আমি নিজেকে বিজেপি থেকে সরিয়ে নিয়েছি।”