ব্যান্ডেজ, হাসপাতালের পোশাক পরে মদের দোকানে রোগী!

ব্যান্ডেজ, হাসপাতালের পোশাক পরে মদের দোকানে রোগী!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – নেশার টানে হাসপাতালের ব্যান্ডেজ বাঁধা শরীর নিয়ে সোজা হাজির মদের দোকানে! পরনে রোগীর পোশাক, মাথা কামানো, পায়ে মোটা ব্যান্ডেজ—এই অবস্থায় এক প্রৌঢ়কে মদের দোকানের সিঁড়িতে বসে থাকতে দেখা গেল। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যস্ত মদের দোকানে বহু ক্রেতার ভিড়ের মাঝে হঠাৎ চোখে পড়ে ওই প্রৌঢ়কে। হাসপাতালের পোশাকেই দোকানে ঢুকে বসে আছেন তিনি। উপস্থিত লোকজন প্রথমে চমকে উঠলেও পরে কেউ কেউ ওই দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করেন।

জানা গেছে, হাসপাতালের রক্ষীদের নজর এড়িয়ে ওই ব্যক্তি মদের দোকানে পৌঁছে যান। এমন একটি অবস্থায় একজন রোগী কীভাবে রাস্তায় বেরিয়ে মদের দোকানে পৌঁছলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কতটা সুরক্ষিত, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামক এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে এবং মুহূর্তে ভাইরাল হয়েছে। বহু নেটিজেন এই ঘটনা নিয়ে হাস্যরস করলেও, অনেকে এই ঘটনাকে যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন।

একজন লিখেছেন, “এটা নেশা নয়, এটা তো প্রেরণা!”—যদিও হাসির আড়ালে চাপা আছে এক গভীর সামাজিক বাস্তবতা। নেশার আসক্তি কতটা সর্বগ্রাসী হতে পারে, এই দৃশ্য তারই নিখুঁত উদাহরণ। সমাজ ও চিকিৎসা ব্যবস্থার তরফে এই ধরনের আসক্ত রোগীদের জন্য বিশেষ নজরদারি ও পুনর্বাসনের দাবি তুলেছেন বহুজন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top