কীসের ব্যাবসা শুরু করলেন অভিনেত্রী সঞ্চালক রচনা ব্যানার্জী?

কীসের ব্যাবসা শুরু করলেন অভিনেত্রী সঞ্চালক রচনা ব্যানার্জী?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ব্যাবসা

কীসের ব্যাবসা শুরু করলেন অভিনেত্রী সঞ্চালক রচনা ব্যানার্জী?  বড়সড় সারপ্রাইজ নিয়ে খুব শিগগিরই হাজির হবেন অভিনেত্রী, সঞ্চালিকা রচনা ব্যানার্জি। তিনি খুব শিঘ্রী আসছেন  অনুরাগীদের সামনে।  অভিনেত্রী, সঞ্চালিকা রচনা ব্যানার্জি অনলাইনে শাড়ির ব্যবসা শুরু করেছেন। ‘রচনা’স ক্রিয়েশন তাঁর বুটিকের নাম।

 

সম্প্রতি নিজের বুটিকের সম্ভার দেখাতে একটি লাইভ করেছিলেন তিনি। প্রথম লাইভেই হাজার হাজার লাইক, কমেন্ট এবং শেয়ার। সেলেব্রিটির কাছ জিনিস কেনার মজা উপভোগও করছিলেন কয়েকজন।

 

আর ও  পড়ুন    বিস্ফোরক বাবুল সুপ্রিয়, বিজেপির বিরুদ্ধে কী বললেন তিনি ?

 

কিন্তু এই দেখেই রীতিমতো রেগে টেগে ফুঁসে উঠলেন ছোট ব্যবসায়ী থেকে ছোট ছোট বুটিকের মালিকেরা। তাঁদের সকলের দাবি,  তিনি তারকা হয়েও কেন এই পথে আসবেন! তারকারাও যদি এই পথে এসে ব্যবসা শুরু করেন, তাহলে তাঁরা কীভাবে ব্যবসা করে সংসার চালাবেন? রচনা ব্যানার্জির সেই লাইভের স্ক্রিনশট ঘুরছে ছোট ব্যবসায়ীদের দেওয়ালে দেওয়ালে।

 

 

View this post on Instagram

 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

 

তবে এই বিষয়ে অভিনেত্রী নিজের তরফে কোনও মন্তব্য করেননি। কিন্তু তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন আরও বহু মানুষ। তাঁদের যুক্তি, তারকা হয়েও ব্যবসা করা যাবে না এমনটা কোথাও লেখা নেই। সর্বোপরি, করোনার প্রভাব সকলের উপরেই পড়েছে। এর আগে লোপামুদ্রা মিত্র, সুদীপা চ্যাটার্জিরাও শাড়ির বুটিক খুলেছেন। দাম যাই হোক, আর পাঁচজনের তাঁদের বুটিকও রমরমিয়ে চলছে। তাহলে রচনা ব্যানার্জির দোষ কোথায় ?

 

উল্লেখ্য,  বড়সড় সারপ্রাইজ নিয়ে খুব শিগগিরই হাজির হবেন অভিনেত্রী, সঞ্চালিকা রচনা ব্যানার্জি। তিনি খুব শিঘ্রী আসছেন  অনুরাগীদের সামনে।  অভিনেত্রী, সঞ্চালিকা রচনা ব্যানার্জি অনলাইনে শাড়ির ব্যবসা শুরু করেছেন। ‘রচনা’স ক্রিয়েশন তাঁর বুটিকের নাম।সম্প্রতি নিজের বুটিকের সম্ভার দেখাতে একটি লাইভ করেছিলেন তিনি। প্রথম লাইভেই হাজার হাজার লাইক, কমেন্ট এবং শেয়ার। সেলেব্রিটির কাছ জিনিস কেনার মজা উপভোগও করছিলেন কয়েকজন। কিন্তু এই দেখেই রীতিমতো রেগে টেগে ফুঁসে উঠলেন ছোট ব্যবসায়ী থেকে ছোট ছোট বুটিকের মালিকেরা। তাঁদের সকলের দাবি,  তিনি তারকা হয়েও কেন এই পথে আসবেন! তারকারাও যদি এই পথে এসে ব্যবসা শুরু করেন, তাহলে তাঁরা কীভাবে ব্যবসা করে সংসার চালাবেন? রচনা ব্যানার্জির সেই লাইভের স্ক্রিনশট ঘুরছে ছোট ব্যবসায়ীদের দেওয়ালে দেওয়ালে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top