ব্যাবসায়ী শত্রুতার জেরে গুলি চালায় দুস্কৃতিরা

ব্যাবসায়ী শত্রুতার জেরে গুলি চালায় দুস্কৃতিরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বধমান, ১৭ নভেম্বর, কুলটি থানা এলাকায় ব্যাবসায়ী শত্রুতার জেরে গুলি চলার ঘটনা ঘটল কুল্টির বাবুপাড়া এলাকাই । গতকাল রাত্রে  সাড়ে দশটার সময় পরিবহন ব্যাবসায়ী, কুল্টি স্টেশনের রেল ফটক বন্ধ থাকায় বাবুপাড়া থেকে ঘুরে আসছিলেন। বাবুপাড়া থেকে ঘুরে আসার সময় হঠাৎ করে তাকে লক্ষ করে গুলি চালায় দুস্কৃতিরা ।

চার থেকে পাঁচজন দুস্কৃতি মুখ বেঁধে এ ঘটনা করে বলে অভিযোগ ব্যাবসায়ীর এবং গুলি চালিয়ে পালিয়ে যায় । এরপর গাড়ি নিয়ে ব্যাবসায়ী মূম্তাজ খান কোন রকমে নিজের জীবন বাঁচায় অবশ্য তার গাড়িতে গুলি লাগে । মূম্তাজ রাত্রে কুল্টি থানাতে রাজু খান , মহম্মদ সিকান্দার , মহম্মদ সাজ্জাদ এই তিনজনের নামে অভিযোগ করে । গতকাল মধ্যরাতে কুল্টি থানার পুলিশ  অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে । মূম্তাজ বলেন, যে বিগত দশ দিন আগে তার সাথে মহম্মদ সাজ্জাদের সঙ্গে ঝামেলা হয় এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেয় । তার পরিপ্রেক্ষিতে এই গুলির কান্ড বলে তাঁর অভিযোগ ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top