উত্তর ২৪ পরগনা- নেপালের মতো বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থানের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। বুধবার ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে কমিশনারেটের সব থানায় অর্জুন সিং-এর নামে FIR দায়ের করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত করছেন অর্জুন সিং। বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরাও এফআইআর দায়ের করেছেন। অর্জুন সিং অবশ্য বিষয়টি নিয়ে একেবারেই উদাসীন। তাঁর বক্তব্য, তিনি যা বলেছেন, আবারও তাই বলবেন—“বাংলায় দুর্নীতিগ্রস্ত সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরানো উচিত।”
