উত্তর 24 পরগণা – ব্যারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১০৮ নম্বর বুথের BLO-২ বিশ্বজিৎ করকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা। অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, ভোটার এনুমারেশনের কাজ করতে গিয়ে BLO ১-এর সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছিলেন বিশ্বজিৎ কর। সেই সময় স্থানীয় তৃণমূল কর্মীরা প্রথমে তাকে হুমকি দেয়, পরে শারীরিকভাবে আক্রমণ করে বলে অভিযোগ।
ঘটনার পর বিশ্বজিৎ করের সহকর্মী ও স্থানীয় প্রশাসনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। আহত BLO চিকিৎসাধীন। ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিং সরাসরি তৃণমূলকে দায়ী করে হুঁশিয়ারি দিয়েছেন।
অন্যদিকে, ব্যারাকপুর পৌরপ্রধান উত্তম দাস বলেছেন, “এটা ব্যক্তিগত বিবাদের ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।” তবে বিরোধী শিবিরের অভিযোগ, ভোট প্রক্রিয়াকে ভয় দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা চলছে।



















