ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং-এর গাড়িতে হামলা

ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং-এর গাড়িতে হামলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগোনা, ১৫ ডিসেম্বর, ফের ব্যারাকপুর-এর সাংসদ অর্জুন সিং-এর গাড়িতে ইট মারল দুস্কৃতিরা। ইটের আঘাতে ভাঙলো সাংসদের গাড়ির কাচ।সাংসদের অভিযোগ, তাকে লক্ষ করে ইট ছোড়ে ধরুয়ার দলবল।সাথে অর্জুন সিং-কে লক্ষ্য করে বোমও ছোড়া হয়।
ঘটনায় আক্রান্ত হন এক বিজেপির কর্মী। নাম গনেশ সিং।যদিও তৃনমুলের নেতা সোম নাথ শ্যামের অভিযোগ, তৃনমুল কর্মী গনেশ সিং-কে মারধর করে হাত-পা ভেঙে দেয় সাংসদ।এখনোও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়া এলাকায়।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top