ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে শিশু দিবস পালন। সারা দেশ জুড়েই ১৪ নভেম্বর পালিত হয় শিশু দিবস। দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুকে শ্রদ্ধা জানাতে এই দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। জাতিসংঘই প্রথম শিশু দিবস পালন করা শুরু করে। তাদের নির্ধারিত দিনটি ছিল ২০ নভেম্বর। তার মৃত্যুর পর তারিখটি পরিবর্তন করা হয়। ২০ নভেম্বরের পরিবর্তে ১৪ নভেম্বর নেহেরুর জন্মদিনে পালিত হয় আন্তর্জাতিক শিশু দিবস। নেহরু শিশুদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
শিশুরা ওনাকে “চাচা” বলে সন্মোধন করত। সারা বিশ্বে শিশুদের শিক্ষা,স্বাস্থ্য,মৌলিক অধিকার নিয়ে নেহেরুর অবদান সর্বজনবিদিত । তাই এই তারিখে শিশুদের দিন হিসেবে পালনের পাশাপাশি নেহেরুর জন্মদিবসও পালন করা হয়। এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে মহাসমারোহে শিল্পাঞ্চলের শ্রমিক মহল্লার কচিকাঁচাদের নিয়ে এক আনন্দঘন অনুষ্ঠান পালন করা হয়।
শিশু দিবস দিনটিকে শ্রদ্ধা জানিয়ে ট্রাফিক ইন্সপেক্টর দেবব্রত দুবে শিশুদের মাঝে উপস্থিত হয়ে আবেগতাড়িত কন্ঠে বলেন,শিশুরাই জাতির মেরুদণ্ড। এই নিষ্পাপ ফুলগুলোকে প্রস্ফুটিত করতে সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসা উচিত। শুধু মাত্র এই দিনটিতেই নয়,সারা বছর ধরেই সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে শিশুদের নিয়ে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে।
আরও পড়ুন – কয়লা পাচার ও বেআইনিভাবে মজুতের অভিযোগে বীরভূমে গ্রেফতার ৬
অনুষ্ঠানে প্রায় ৬০ জন কচিকাঁচার হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই সাব ট্রাফিক গার্ডের সমস্ত পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাব ইন্সপেক্টর সঞ্জীব নষ্কর,অ্যাসিটেন্ট সাব ইন্সপেক্টর কাঞ্চন বিশ্বাস ছাড়াও অন্যান্ ট্রাফিক গার্ডের আধিকারিকরা।