বিপুল পরিমানের ব্রাউন সুগার সহ তিন পাচারকারি গ্রেফতার

বিপুল পরিমানের ব্রাউন সুগার সহ তিন পাচারকারি গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ব্রাউন

বিপুল পরিমানের ব্রাউন সুগার সহ তিন পাচারকারি গ্রেফতার। শিলিগুড়ি মেট্রোপলিট্যান পুলিশের “সে নো টু ড্রাগ” অভিযানে ফের বিপুল পরিমানের ব্রাউন সুগার সহ তিন পাচারকারিকে গ্রেফতার করলো উত্তরবঙ্গ স্পেশাল অপারেশন গ্রুপ। ধৃতদের মধ্যে দু’জন মহিলাও রয়েছে। আটক হওয়া মাদকের বর্তমান খোলা বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।

 

শিলিগুড়ি মেট্রোপলিট্যান পুলিশ সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সুত্রের খবরের ভিত্তিতে এসওজি এর একটি দল এনজেপি মহিলা থানার অফিসারেরা যৌথ ভাবে এনজেপি থানার অন্তর্গত কামরাঙ্গাগুড়ি ওভার ব্রিজের ওপর অভিযান চালায়। সেখানেই তিন সন্দেহভাজনকে পাচারকরিকে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে প্রায় ৭০০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে।

 

যার বর্তমান বাজার মূল্য ১কোটি ৪০লাখ টাকা। এনডিপিএস আইনে যথাযথ নিয়ম মেনেই একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করে পুলিশ। ধৃতরা সানিউর শেখ, মালদহের কালিয়াচকের বাসিন্দা। আয়েশা বেগম ইসলামপুর, উত্তরদিনাজপুরের বাসিন্দা ও মেনোকা খাতুন, বিশ্বাস কলোনি, শিলিগুড়ি মাটিগাড়ার বাসিন্দা।

 

আর ও পড়ুন    প্রাথমিক শিক্ষায় দেশের মধ্যে শীর্ষস্থান দখল করল পশ্চিমবঙ্গ

 

ধৃতরা মাদক পাচারচক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। এই চক্র গোটা শিলিগুড়ি ও তার পার্শবর্তি অঞ্চলে অবৈধ ওষুধন সহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ এবং বিক্রয়ের সাথে জড়িত বলে পুলিশ সুত্রে খবর। এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা শুরু করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে তুলে পুলিশ হেফাজতের অনুরোধ করা হয়েছে।

 

উল্লেখ্য,বিপুল পরিমানের ব্রাউন সুগার সহ তিন পাচারকারি গ্রেফতার। শিলিগুড়ি মেট্রোপলিট্যান পুলিশের “সে নো টু ড্রাগ” অভিযানে ফের বিপুল পরিমানের ব্রাউন সুগার সহ তিন পাচারকারিকে গ্রেফতার করলো উত্তরবঙ্গ স্পেশাল অপারেশন গ্রুপ।

 

ধৃতদের মধ্যে দু’জন মহিলাও রয়েছে। আটক হওয়া মাদকের বর্তমান খোলা বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। শিলিগুড়ি মেট্রোপলিট্যান পুলিশ সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সুত্রের খবরের ভিত্তিতে এসওজি এর একটি দল এনজেপি মহিলা থানার অফিসারেরা যৌথ ভাবে এনজেপি থানার অন্তর্গত কামরাঙ্গাগুড়ি ওভার ব্রিজের ওপর অভিযান চালায়। সেখানেই তিন সন্দেহভাজনকে পাচারকরিকে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে প্রায় ৭০০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top