নিজস্ব সংবাদদাতা ১৬ মার্চ ২০২১রাজারহাট: ২৬৫ গ্রাম ব্রাউন সুগার ও ৭৬ হাজার টাকা সহ দুজনকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। রাজারহাট লাঙলপোতা ব্রিজের কাছ থেকে গ্রেফতার করা হয়।
ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে।গতকাল রাতে রাজারহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে রাজারহাটের লাঙলপোতা ব্রিজের কাছে বাইকে করে এসে দুই যুবক মাদক বিক্রি করছে। সেইমতো পুলিশ তড়িঘড়ি সেখানে হানা দেয় এবং তাদেরকে আটক করে তল্লাশি চালিয়ে ২৬৫ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ৭৬ হাজার টাকা উদ্ধার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বাগুই আটি বাসিন্দা শেখ সেলিম ও রাজারহাটের বাসিন্দা নজরুল ইসলাম প্রায় দীর্ঘদিন ধরে এইভাবে বিভিন্ন এলাকায় বাইকে করে গিয়ে মাদক বিক্রি করে। এরপরেই তাদেরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালানো হচ্ছে এই মাদক তারা কোথায় থেকে নিয়ে আসত এবং কাদেরকে মাদক বিক্রি করত। আজ ধৃতদের বারাসত আদালতে তোলা হবে।
আরও পড়ুন…নির্বাচনের আগে নতুন চমক, অনুব্রত মণ্ডলের “খেলা হবে” স্লোগান দেওয়া টি-শার্ট সিউড়ির বাজারে