ব্রাত্য বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য অর্জুন সিংয়ের, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

ব্রাত্য বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য অর্জুন সিংয়ের, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং-এর এক বিস্ফোরক মন্তব্য ঘিরে ফের উত্তাল রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে উদ্দেশ্য করে তিনি এমন সব বক্তব্য রেখেছেন, যা রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

অর্জুন সিংয়ের দাবি, “আমি যদি বিধানসভায় থাকতাম, তাহলে ওনাকে সেখানেই ফেলে পেটাতাম। ব্রাত্য বসু দেশদ্রোহী। ভারতের তুলনা বাংলাদেশের সঙ্গে করছে। ওনাকে ধরে মারা উচিত।”

তিনি আরও বলেন, “আমার দল ভেজিটেরিয়ান, তাই কিছু বলছি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুরা বিধানসভায় বসে দেশের বিরুদ্ধে কথা বলছে, আর আমরা বসে বসে দেখব? আগে উনি বিএসএফকে অপমান করতেন, এখন সেনাবাহিনীর কাছেও গিয়ে পড়েছেন। ওনাকে ‘ফোর্ট উইলিয়াম’-এ নিয়ে গিয়ে কোর্ট মার্শাল করা উচিত।”

অর্জুন সিংয়ের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে। দলের একাধিক নেতার মতে, এই ধরনের ভাষা ব্যবহার গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী।

এদিকে, বিজেপির রাজ্য নেতৃত্বও এই মন্তব্য নিয়ে অস্বস্তিতে পড়েছে। যদিও দলের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top