নিজস্ব সংবাদদাতা,ভরতপুর, ৮ ই ডিসেম্বর :১৯শে জানুয়ারি কোলকাতা ব্রিগেড সমাবেশ কে সফল করতে শুক্রবার একটি প্রস্তুতি মিছিল ও সভার আয়োজন করল ভরতপুর ১নং তৃনমূল কংগ্রেস । এই মিছিলে পা মেলান ডোমকল পৌরসভার পৌরপিতা তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসর সাধারণ সম্পাদক সৌমিক হোসেন, সামসেরগঞ্জের বিধায়ক তথা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আমিরুল ইসলাম, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভিষ্মদেব কর্মকার সহ দলীয় নেতৃত্ব ।
এদিন ভরতপুর পেট্রল পাম্প থেকে মিছিল শুরু হয় এবং ব্লকের কাছে গিয়ে শেষ হয় এবং ব্লক সংলগ্ন এলাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকেই আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের তিনটি আশনে বিরোধী শুন্যের ডাক দেন সৌমিক হোসেন। তিনি বলেন ১৯ শে জানুয়ারি কোলকাতার ব্রিগেড সমাবেশ কে সফল করতে সর্বাধিক লোক মুর্শিদাবাদ থেকে নিয়ে যাব। সকল কর্মীদের আমরা অনুরোধ করছি যেন তারা সবাই কোলকাতার ব্রিগেড সমাবেশে যোগদান করে বাংলায় তৃনমূলের হাত শক্ত করে। আর সামনে যে লোকসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে রাজ্য যেমন বিরোধী শুন্য হবে সেই কারনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবে যে মুর্শিদাবাদ জেলার যে তিনটি আসন রয়েছে সেই তিনটি অসনে আমরা বিরোধী শুন্য করব এবং পশ্চিমবঙ্গের মা কে ভারতবর্ষের মা করে তুলব।