ব্রিজ ভূষণের বিরুদ্ধে এবার সরব অলিম্পিয়ান আনশু মালিক। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংকে ভারতের কুস্তি ফেডারেশনের পদ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দিতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। ব্রিজ ভূষণের বিরুদ্ধে এবার সরব হয়েছেন অলিম্পিয়ান আনশু মালিক। কমনওয়েলথ গেমসের পদকজয়ী আনশু মালিক সরাসরি অভিযোগ করেন, যখনই ফেডারেশন সভাপতি জাতীয় শিবিরে হাজির হন তখন প্রত্যেক মহিলা কুস্তিগীরই অস্বস্তি অনুভব করেন।
২১ বছরের আনশু বলেন, ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি জুনিয়র পর্যায়ের মেয়েরা যে ফ্লোরে থাকেন সেখানেই একটি ঘর নিয়ে থাকেন। জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময়ও এমন হয়েছিল। তিনি তাঁর ঘরের দরজা খুলে রাখেন। এর ফলে প্রত্যেক মেয়েই অস্বস্তি বোধ করেন। এই অবস্থায় ফেডারেশন ভেঙে দেওয়ার দাবি তুলেছেন আনশুও। ভিনেশ ফোগাট যন্তর মন্তরে ধর্নাস্থল থেকে বলেছেন, আমরা সত্যিটাই বলছি।
আমাদের মধ্যে এমন এক-দুদজন মহিলা কুস্তিগীর রয়েছেন যাঁরা যৌন হেনস্থার শিকার হয়েছেন। আমরা অভিযুক্তদের জেলে পাঠানোর দাবি করছি। চাই অভিযুক্তরা পদত্যাগ করুন এবং কমিশন তৈরি করে তদন্ত হোক। গতকাল ধর্নাস্থলে হাজির হন কুস্তিগীর রবি দাহিয়া। সবমিলিয়ে ধর্নামঞ্চের বহর বাড়ছে। রাজনীতির রংও লাগছে। যদিও সরকার বা সাইয়ের বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ কর্মসূচি নয় বলেই দাবি করছেন কুস্তিগীররা।
আরও পড়ুন – কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবত
ফেডারেশন সভাপতি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে যৌন নির্যাতন করা, মানসিক নির্যাতন করা, কুস্তিগীরদের অসম্মান ও সত্য প্রকাশ করলে খুনের হুমকি দেওয়ার মতো যে অভিযোগগুলি উঠেছে তার প্রেক্ষিতে সরকারকে পদক্ষেপের আর্জি জানাচ্ছেন। গতকাল অনুরাগ ঠাকুরের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, রবি দাহিয়া, আনশু মালিক।
কুস্তিগীরদের সঙ্গে চার ঘণ্টা ধরে চলা সেই বৈঠকে উপস্থিত ছিলেন সাইয়ের ডিজি সন্দীপ প্রধান। জানা গিয়েছে, অনুরাগের কাছেও কুস্তিগীররা নিজেদের অভিযোগগুলি সবিস্তারে ব্যাখ্যা করে ফেডারেশন ভেঙে নতুন কমিটি গঠনের আর্জি জানান। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে ইতিমধ্যেই ২৪ ঘণ্টার মধ্যে ব্রিজ ভূষণকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।