বিদেশ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে লন্ডনে এক ঐতিহাসিক সফরে পৌঁছেছেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয়বার ব্রিটেন সফর একটি বিরল ঘটনা, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিন দিনের এই সফরে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন এবং দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। বিশেষ করে ব্রিটেনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও আর্থিক খাতে মার্কিন বিনিয়োগ দুই দেশের সম্পর্কে নতুন গতি আনবে বলে প্রত্যাশা।
সফরকালে ট্রাম্প রাজা তৃতীয় চার্লস ও কুইন ক্যামিলার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া সামরিক কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করারও কথা রয়েছে। কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সফর দুই দেশের বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতাকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে, যা ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
