নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ৫ই ডিসেম্বর :জননেত্রী মমতা বন্ধ্যোপাধ্যারের ডাকে আগামি ১৯শে জানুয়ারী কলকাতা ব্রীগেড সমাবেশকে সফল করতে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল বহরমপুর গ্রান্টহলে।
বুধবার দুপুরে এই বৈঠকে অংগ্রহন করেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সাগরদীঘির বিধায়ক সুব্রত সাহা, জেলার শাসক দলের বিধায়কগন, জেলা পরিষদের কর্মাধক্ষ, সদস্য ও জেলার প্রতিটি ব্লকের ব্লক সভাপরিরা। এদিন বৈঠকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহা জানা ব্রীগেড সভায় এই জেলা থেকে আমরা প্রায় ২ লক্ষ মানুষ নিয়ে যাবো, সে লক্ষে প্রতিটি অঞ্চল থেকে ১ হাজার করে কর্মী সমর্থক নিয়ে যাওয়া হবে।