ব্লক স্বাস্থ্য আধিকারিকের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের। তিন দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করতে এসে ব্লক স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ স্বাস্থ্য কর্মীদের। মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার তরফে এই বিক্ষোভ দেখায়।ঘটনা স্থলে পুলিশও আসে।দীর্ঘক্ষণ আলোচনার পর স্বাস্থ্য কর্মীদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ মনুগোড়া ফেবরিট এক্কা।
জানা গিয়েছে,এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরের এএনএন কর্মী সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা সংঘবদ্ধভাবে ডেপুটেশন প্রদান করতে আসেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ মনুগোড়া ফেবরিট এক্কাকে। লিখিত আকারে স্বাস্থ্য কর্মীদের কাজের সময়সীমা, স্বাস্থ্য কর্মীদের প্রাপ্য ছুটি সহ তিন দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করতে আসলে তাদের কথা না শুনে এএনএম কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক বলে অভিযোগ।
আরও পড়ুন – বিবাহিত সইফ আলিকে বিয়ে করে পাঠাচ্ছে করিনা।
পাশাপাশি এএনএম কর্মীদের কথার তোয়াক্কা না করে ব্লক স্বাস্থ্য আধিকারিক দপ্তরের গাড়িতে করে ইটাহার গ্রামীণ হাসপাতাল চত্ত্বর ছেড়ে চলে যেতে গেলে স্বাস্থ্য কর্মীরা তার গাড়ি ঘেরাও করে আটকে রাখেন। বেশকিছুক্ষন স্বাস্থ্য কর্মীদের ক্ষোভের মুখে পরে গাড়িতেই বসে থাকার পর বিক্ষুদ্ধ স্বাস্থ্য কর্মীদের নিজের দপ্তরের ঘরে নিয়ে গিয়ে আলোচনায় বসেন স্বাস্থ্য আধিকারিক।
দীর্ঘক্ষণ আলোচনার পর স্বাস্থ্য কর্মীদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ মনুগোড়া ফেবরিট এক্কা।তবে দীর্ঘক্ষণ আলোচনা শেষে সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ মনুগোড়া ফেবরিট এক্কা জানান, সরকারি নিয়ম মেনে স্বাস্থ্য কর্মীরা কাজ করে না। তাই আমি সরকারি নির্দেশিকা মেনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে সরকারি কাজে বাধার সম্মুখীন হতে হচ্ছে। তবে আমি তাদের সরকারি নিয়ম মেনে তাদের কাজ করার নির্দেশ দিয়েছি।
উল্লেখ্য, ব্লক স্বাস্থ্য আধিকারিকের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের। তিন দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করতে এসে ব্লক স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ স্বাস্থ্য কর্মীদের। মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার তরফে এই বিক্ষোভ দেখায়।ঘটনা স্থলে পুলিশও আসে।দীর্ঘক্ষণ আলোচনার পর স্বাস্থ্য কর্মীদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ মনুগোড়া ফেবরিট এক্কা।