ব্লক হাসপাতাল কে হুইলচেয়ার ও স্টেচার প্রদান ওটু হাসপাতালের। সমাজ সেবা কে ব্রত করে অসহায় গরিব মানুষদের বিভিন্ন রকম সহযোগিতা করে ইতি মধ্যে মুর্শিদাবাবাদের সামসেরগঞ্জ সুতি ফরাক্কার পাসাপাসি ঝাড়খণ্ডের পাকুড় এলাকার মানুষদের মনের মুনি কোঠায় জায়গা করে নিয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও ওটু হাসপাতালের কর্নধার বাইরন বিশ্বাস।
এবার নতুন করে সংযোজন ওটু হাসপাতালের কর্নধার বাইরন বিশ্বাসের । সামসেরগঞ্জ ব্লক হাসপাতাল কে হুইলচেয়ার ও স্টেচার প্রদান করে এক অনন্য নজির সৃষ্টি করলেন ওটু হাসপাতালের কর্নধার বাইরন বিশ্বাস। এদিন আনুষ্ঠানিক ভাবে অনুপনগর ব্লক স্বাস্থ্য আধিতারিক তারিফ হোসেনের হাতে ৭ টি স্টেটার ও ২ টি হুইলচেয়ার প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি বাইরন বিশ্বাস সহ বিশিষ্ট সমাজসেবী রাম কৃষ্ণ সিংহ চুন্নু ও সামসেরগঞ্জে ওসি বিজেন রায় সহ প্রমুখ রা।
এদিন ওটু হাসপাতালের কর্নধার বাইরন বিশ্বাস বলেন অসহায় মানুষদের পাসে দাড়াতে আমার মহতি উদ্যোগ গ্রহন করা হয়েছে। এদিন হুইলচেয়ার ২ টি ও ৭ টি স্টেচার দেওয়া হয়েছে। আগামী দিনে এলাকার মানুষদের জন্য প্রতিবন্ধীদের নকল পা সহ বিভিন্ন সরজ্ঞাম প্রদান করা হবে ১৫ দিনের মধ্যে তার সব রকমের প্রক্রিয়া চলছে।
অনুপনগর ব্লক হাসপাতালের, বি এম ও এইচ, তারিফ হোসেন বলেন বাইরন বাবুর মহতি উদ্যোগ কে সাধুবাদ জানাচ্ছি। তিনি হাসপাতালের খবর শুনে তড়িঘড়ি হুইল চেয়ার ও স্টেচার প্রদান করায় হাসপাতাল উপকৃত হয়েছে।
আরও পড়ুন – দিলীপ বাবুর কাছে যেটি হাতি তৃণমূলের কাছে সেটি মশাঃ কুনাল
উল্লেখ্য, সমাজ সেবা কে ব্রত করে অসহায় গরিব মানুষদের বিভিন্ন রকম সহযোগিতা করে ইতি মধ্যে মুর্শিদাবাবাদের সামসেরগঞ্জ সুতি ফরাক্কার পাসাপাসি ঝাড়খণ্ডের পাকুড় এলাকার মানুষদের মনের মুনি কোঠায় জায়গা করে নিয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও ওটু হাসপাতালের কর্নধার বাইরন বিশ্বাস।
এবার নতুন করে সংযোজন ওটু হাসপাতালের কর্নধার বাইরন বিশ্বাসের । সামসেরগঞ্জ ব্লক হাসপাতাল কে হুইলচেয়ার ও স্টেচার প্রদান করে এক অনন্য নজির সৃষ্টি করলেন ওটু হাসপাতালের কর্নধার বাইরন বিশ্বাস।