Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
বড়দিনের আগেই খুলে দেওয়া হল সাঁতরাগাছি সেতু

বড়দিনের আগেই খুলে দেওয়া হল সাঁতরাগাছি সেতু

বড়দিনের আগেই খুলে দেওয়া হল সাঁতরাগাছি সেতু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বড়দিনের আগেই খুলে দেওয়া হল সাঁতরাগাছি সেতু। বড়দিনের আগেই খুলে দেওয়া হলো সাঁতরাগাছি সেতু।শুধু তাই নয়,এবার থেকে হাওড়ার সাঁতরাগাছি সেতু ও কোনা এক্সপ্রেসওয়েতে যানজট নিয়ন্ত্রণ ড্রোনের সাহায্য নেবে হাওড়া সিটি পুলিশ। ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে। সংস্কারের পর শুক্রবার সাঁতরাগাছি সেতু পুরোপুরি আগের মতোই খুলে দেওয়া হয়।এদিন এই সেতু পরিদর্শনে এসে ড্রোনের মাধ্যমে নজরদারির কথা জানান হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী।

 

এদিন হাওড়া সিটি পুলিশের তরফে সাঁতরাগাছি সেতু দিয়ে যানবাহনের যাত্রীদের চকলেট বিতরণ করা হয়। পুলিশ কমিশনার জানান, গত ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতু সংস্কারের সময় একদিক দিয়ে যানবাহন চলাচল করে এবং অন্য অংশ বন্ধ করা হয়। অন্য রাস্তা দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়ায় যাত্রীরা অনেক অসুবিধার সম্মুখীন হন। তা সত্বেও তাঁরা সেটা মেনে নেন। সেই হিসেবে তাঁদের ধন্যবাদ জানাতে হাওড়া সিটি পুলিশের এই চকলেট বিতরণের উদ্যোগ। প্রসঙ্গত, সাঁতরাগাছি সেতু মেরামতের সময় যানজট এড়াতে ড্রোনের ব্যবহার করে পুলিশ। এবার স্থায়ীভাবে এই ব্যবস্থাকে চালু করছেন হাওড়া সিটি পুলিশের কর্তারা।

আরও পড়ুন – ক্রীসমাসের আগে কেক তৈরির তৎপরতা

উল্লেখ্য,কোনা এক্সপ্রেসওয়ের উপরে গাড়ির চাপ বাড়ায় সেতুর গার্ডারগুলির বহনক্ষমতা কমে গিয়েছিল। সেই কারণে ২০১৬ সালের পর সেতুর গার্ডারগুলি মেরামতির প্রয়োজন হয়ে পড়ে। এরপরেই সেতু বন্ধ করে মেরামতির সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯ নভেম্বর থেকে কাজ শুরু হয় সাঁতরাগাছি সেতুর।

 

সেই কাজ বড়দিনের আগেই শেষ করে সকলের জন্য খুলে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আসার পর বড়দিনের আগেই যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু হয়। কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ছিল ৩১ ডিসেম্বর। তবে তার অনেক আগেই শেষ হয় সেতু মেরামতের কাজ। খুলে দেওয়া হল

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top