নিজস্ব সংবাদদাতা,মালদহ,১৪ ই জুন: বড় দাদাকে ভাই এবং ভাইয়ের ছেলেরা মিলে পিটিয়ে খুন করলো। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার সাট্টারী গ্রামে। গোলমালের সূত্রপাত দুই পরিবার মধ্যে রাস্তা নিয়ে। বেশ কিছু দিন ধরে দাদা রাব্বুল মোমিন কে শরিকী রাস্তাদিয়ে হাঁটতে বাঁধা দিচ্ছিলেন ছোট ভাই সাব্বুল মোমিন। রাব্বুল বলে ছিলেন,হাঁটতে বাঁধা দিলে তিনি গ্রামে সমাজ বসাবেন। দাদার এই কথা ভাই মেনে নিতে পাড়েনি। বৃহস্পতিবার রাতে লোহার রড, বাঁশ,কোদাল নিয়ে সাব্বুল মোমিন,ছেলে মেহেতাব মোমিন,কেতাব মোমিন,সাব্বুলের স্ত্রী বাহারুল বিবিরা একত্রিত হয়ে রাব্বুল মোমিনের বাড়িতে হামলা চালায়। বাড়ি ঘরে ভাঙ্গে দেয়। পরিবারের সকলকে মারতে থাকে এই সময় রাব্বুল মোমিন ভাইপো মেহেতাব মোমিনের সমনে পড়ে যায়। রাব্বুলের ছেলের অভিযোগ সেই সময় বাবার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে মেহেতাব এবং তার ভাই কেতাব। রক্তাক্ত হয়ে বাবা মাটিতে পড়ে গেলে সকলে পালিয়ে যায়।রাতেই রব্বুল মোমিনকে(৫৫) মালদহ মেডিকেলে ভর্তি করা হলে অল্প সময়ের মধ্যে তার মৃত্যু হয়। বর্তমানে মৃত রাব্বুলের পরিবারের সদস্যরা প্রাণ ভয়ে বাড়ি ছাড়া। ইংরেজবাজার থানায় ছয় জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ*