ফের বড় ধাক্কা তৃনমূলে, AAP-এ যোগ দিতে চলেছেন অশোক? সূত্রের খবর, দিল্লিতে এই যোগদান পর্ব সম্পন্ন হতে পারে। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে তিনি যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। তাঁকে তৃণমূল কংগ্রেস দলের জাতীয় কর্মসমিতিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রেখেছিল। তবে ফের শিবির বদল করতে চলেছেন তিনি। পঞ্জাব বিধানসভায় ভাল ফল করেছে আপ। পড়শি রাজ্যে হরিয়ানা কংগ্রেসের দায়িত্ব ছিলেন অশোক ।
দেশের বিভিন্ন রাজ্যে সংগঠন পোক্ত করতে ভরসা করেছিল অন্য দল থেকে আসা নেতারা। তাঁদেরই একজন অশোক তানওয়ার। তিনি হরিয়ানার নেতা। আগে ছিলেন কংগ্রেস। তবে ২০২১ সালের শেষ দিকে তিনি যোগ দেন তৃণমূলে। অশোক রাহুল গান্ধী ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনি হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন সভাপতি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি যোগ দিয়েছিলেন তৃণমূলে।
সে সময় কংগ্রেস এবং আরও অন্য দল থেকে নেতারা যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। তাঁদের মধ্যে রয়েছেন কীর্তি আজাদ, পবম বর্মা। আম আদমি পার্টি বাংলায় নিজেদের সংগঠন গড়ে তুলতে চাইছে। পঞ্জাব বিধানসভা ভোটে তারা ফাটাফাটি ফল করেছেন। আর সেখান থেকে মনোবল পেয়ে তারা নেমেছে বাংলা জয়ের লক্ষ্যে। পঞ্চায়েত ভোটে লড়তে চলেছে আপ। সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এখন রাজ্য়ে ১৬-১৭টি জেলায় আপের কমিটি রয়েছে। যেগুলো বাকি, সেগুলো তাড়াতাড়ি গড়ে ফেলা হবে।
আর ও পড়ুন ব্যারাকপুর কমিশনারেট এর গোয়েন্দা বিভাগের তৎপরতায় গ্রেফতার এক দুস্কৃতী
উল্লেখ্য, আম আদমি পার্টি -এ যোগ দিতে চলেছেন তৃণমূল নেতা অশোক তানওয়ার। সূত্রের খবর, দিল্লিতে এই যোগদান পর্ব সম্পন্ন হতে পারে। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে তিনি যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। তাঁকে তৃণমূল কংগ্রেস দলের জাতীয় কর্মসমিতিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রেখেছিল। তবে ফের শিবির বদল করতে চলেছেন তিনি। পঞ্জাব বিধানসভায় ভাল ফল করেছে আপ। পড়শি রাজ্যে হরিয়ানা কংগ্রেসের দায়িত্ব ছিলেন অশোক । বড় ধাক্কা