বাঁকুড়ার পূর্ণ বয়স্ক স্ত্রী হাতির অস্বাভাবিক মৃত্যু। বাঁকুড়া জেলার পাত্রসায়েরে একটি পুর্ণ বয়স্ক স্ত্রী হাতির অস্বাভাবিক মৃত্যু হল । শুক্রবার সকালে পাত্রসায়ের ব্লকের ময়রাপুকুর গ্রাম লাগোয়া ধান জমির আলে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ।
এরপর বন দফতরে খবর দেওয়া হলে বন কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় । স্থানীয় সূত্রে জানা গেছে মাস দুই আগে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ধাপে ধাপে মোট ৮০ টি হাতির দল বাঁকুড়ায় প্রবেশ করে । এরপর ওই দলটি বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখী , বেলিয়াতোড় হয়ে পৌঁছে যায় বড়জোড়ায় ।
বড়জোড়া ও বেলিয়াতোড়ের সীমানা লাগোয়া জঙ্গলে বেশ কিছুদিন আশ্রয় নেয় হাতির দলটি । কিন্তু হাতির দলের হানায় বিঘের পর বিঘে ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে সপ্তাহ খানেক আগে কেন্দ্রীয় ভাবে হাতির দলটিকে খেদানোর কাজ শুরু করে বন দফতর । এদিকে হাতির দলটিকে পাত্রসায়ের এলাকায় নিয়ে যাওয়ার পথে দিন দুই আগে দুটি হাতি শাবক প্রসব করে ।
আর ও পড়ুন জেনে নিন ভাইফোঁটার দিনক্ষণ এবং শুভ সময় সম্পর্কে
শাবকগুলির ক্ষতির আশঙ্কায় বন দফতর হাতি খেদানোর কাজ আপাতত বন্ধ রেখেছে । আপাতত ৮০ টি হাতির দল রয়েছে পাত্রসায়ের ব্লকের ময়রাপুকুর গ্রাম লাগোয়া জঙ্গলে । বন দফতরের প্রাথমিক ধারনা ওই দল থেকেই একটি হাতি গতকাল রাতে জঙ্গল লাগোয়া ফসলের জমিতে নেমে কোনোকারনে মারা যায় । বাঁকুড়া উত্তর বন বিভাগ সুত্রে জানা গিয়েছে, হাতিটির মৃত্যুর খবর পাওয়ার পরই বপ্ন দফতরের পশু চিকিৎসক দল ঘটনাস্থলে এসেছেন । হাতিটির মৃত্যুর সঠিক কারন এ হাতিটির মৃতদেহ ময়না তদন্তের পরই জানা সম্ভব বলে বন দফতরের তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, বাঁকুড়ার পূর্ণ বয়স্ক স্ত্রী হাতির অস্বাভাবিক মৃত্যু। বাঁকুড়া জেলার পাত্রসায়েরে একটি পুর্ণ বয়স্ক স্ত্রী হাতির অস্বাভাবিক মৃত্যু হল । শুক্রবার সকালে পাত্রসায়ের ব্লকের ময়রাপুকুর গ্রাম লাগোয়া ধান জমির আলে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ।