বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের ভিড়

বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের ভিড়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের ভিড়,বিপদতারণী পূজা উপলক্ষে হাজার হাজার ভক্তরা ভিড় করেন অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে । পুজো দিতে এসে ভক্তরা জানান এই বিপদতারিনী পূজো বিপদমুক্ত করতেই এই পুজো,এছাড়া বাড়ির পরিবার যাতে সুখ শান্তিতে থাকে, এবং মায়েরা সন্তানদের জন্য উপোস রাখেন সকাল থেকে পূজোর দেবার পর তারা উপোষ ভঙ্গ করেন বলে জানান ভক্তরা।

 

মন্দিরের চারিদিকে করা ব্যবস্থা থাকে পুলিশের যাতে কোনো রকম অপ্রীতীকর ঘটনা না ঘটে। প্রায় ১০০ থেকে ১৫০ জন সদস্য থাকে ভারত এন্ড স্কাউট গ্রুপের সদস্যরা তারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেন ,পাশাপাশি বর্ধমান রেডক্রসের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বিনামূল্যে যদি কোন ভক্তরা অসুস্থ হয়ে পড়েন তাদের শীঘ্রই সেখান থেকে ট্রিটমেন্ট করে যাতে সুস্থ করা যায় সেই দায়িত্ব তারা নিয়ে থাকেন সর্বমঙ্গলা মন্দির চত্বরে।

আরও পড়ুন – গুলিতে খুন যুবক, তীব্র উত্তেজনা ভাটপাড়ার বাকরমহল্লায়

উল্লেখ্য, বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের ভিড়,বিপদতারণী পূজা উপলক্ষে হাজার হাজার ভক্তরা ভিড় করেন অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে । পুজো দিতে এসে ভক্তরা জানান এই বিপদতারিনী পূজো বিপদমুক্ত করতেই এই পুজো,এছাড়া বাড়ির পরিবার যাতে সুখ শান্তিতে থাকে, এবং মায়েরা সন্তানদের জন্য উপোস রাখেন সকাল থেকে পূজোর দেবার পর তারা উপোষ ভঙ্গ করেন বলে জানান ভক্তরা। মন্দিরের চারিদিকে করা ব্যবস্থা থাকে পুলিশের যাতে কোনো রকম অপ্রীতীকর ঘটনা না ঘটে।

 

প্রায় ১০০ থেকে ১৫০ জন সদস্য থাকে ভারত এন্ড স্কাউট গ্রুপের সদস্যরা তারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেন ,পাশাপাশি বর্ধমান রেডক্রসের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বিনামূল্যে যদি কোন ভক্তরা অসুস্থ হয়ে পড়েন তাদের শীঘ্রই সেখান থেকে ট্রিটমেন্ট করে যাতে সুস্থ করা যায় সেই দায়িত্ব তারা নিয়ে থাকেন সর্বমঙ্গলা মন্দির চত্বরে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top