ভদ্রলোক ‘বডিগার্ড’ ছবির গান গাইলেই চড় মারে রানু মন্ডল

ভদ্রলোক ‘বডিগার্ড’ ছবির গান গাইলেই চড় মারে রানু মন্ডল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৭ নভেম্বর, রানাঘাটের স্টেশন থেকে লতা মঙ্গেসকেরের গান গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় সম্মানের শীর্ষে পৌঁছেছিলেন রানু মন্ডল। তারপর বিভিন্ন তারকাদের সঙ্গে গান গান তিনি। বলতে গেলে এক রাতের স্বপ্নে তিনি যেন সোজা রূপকাথায় পৌঁছে যান। যে স্বপ্ন আর ভাঙার নয়। যদিও এর জন্য তাঁর নিজস্ব দক্ষতা সত্যি আছে, তবে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়েছে বহুবার। কিন্তু সম্প্রতি কিছু পোস্টের দ্বারা রানু মন্ডল ক্রমশ হাসির পাত্রি হচ্ছেন। কিছুদিন আগেই তাঁর অদ্ভুত মেকআপ করা ছবি ভাইরাল হয়, যা নিয়ে নেটিজনরা নানান মন্তব্য করেন। তবে এবার টিকটকে আরেক ভিডিও এসেছে,  যেখানে গেয়ে উঠলেন ‘তেরি মেরি’ গান। আর সেই টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল।

রাণুর এই টিকটক ভিডিওতে দেখা গেল, একজন ভদ্রলোক হিমেশ রেশমিয়ার সুরে ‘বডিগার্ড’ ছবির গান গাইছেন৷ রাণু তাঁকে হঠাৎই চড় মেরে বসলেন৷ তারপর মনখোলা সে কি হাসি৷ হঠাৎ হাসি থামিয়ে গেয়ে উঠলেন নিজের গাওয়া তেরি মেরি গানটি৷ এইভাবে দিনের পর দিন রানাঘাটের রাণু সেলিব্রিটি হয়ে উঠছেন, সব সময়ই তাঁকে দেখা যাচ্ছে খবরের শিরোনামে৷ রাণু কখন, কী করছেন, তা নিয়ে সবাই একেবারে তটস্থ !

 

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top