ভবানীভবনে আত্মসমর্পণ করলেন কেএলও-র শীর্ষ নেতা কৈলাস

ভবানীভবনে আত্মসমর্পণ করলেন কেএলও-র শীর্ষ নেতা কৈলাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভবানীভবনে আত্মসমর্পণ করলেন কেএলও-র শীর্ষ নেতা কৈলাস কোচ ওরফে কেশব রায়। সঙ্গে তার স্ত্রীও।  কেএলও আন্দোলনের সঙ্গে যুক্তদের মূলস্রোতে ফেরাতে ইতিমধ্যেই প্য়াকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার ।চেয়ারম্যান জীবন সিংয়ের পর কেএলও-র সেকেন্ড ইন কমান্ড ছিল এই কৈলাস কোচ ওরফে কৈশব রায়। দীর্ঘদিন ধরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে। রাজ্য়ের একাধিক নাশকতা মামলায় অভিযুক্ত কৈলাস। এমনকী, তাঁর সন্ধান দিতে পারলে আর্থিক পুরস্কার ঘোষণাও করেছিল পুলিস।

 

সেই কৈলাস কোচ ওরফে কেশব অবশেষে আত্মসমপর্ণ করল। কেন? এদিন ভবানী ভবনে রাজ্য পুলিসের শীর্ষকর্তাদের পাশে বসে কৈলাস বলেন,  ‘আমি ও আমার স্ত্রী সাধারণ জীবনে ফেরার জন্য সমাজের মূলস্রোতে ফিরে আসলাম এবং আত্মসমপর্ণ করলাম। ১৬ বছর ধরে সশস্ত্র আন্দোলন করলাম। আন্দোলন করে বুঝতে পারলাম, হিংসার পথে কোনও উন্নয়ন সম্ভব নয়। আমার যেসব বন্ধু, ভাইয়েরা এখনও জঙ্গলে অস্ত্র ধরে আছে, তাদেরও আহ্বান করি, অস্ত্র ছেড়ে দিয়ে ফিরে আসুক’।

আরও পড়ুন – ১০ গ্রাম হিরোইন সমেত গ্রেফতার মাদক বিক্রেতা

উল্লেখ্য, ভবানীভবনে আত্মসমর্পণ করলেন কেএলও-র শীর্ষ নেতা কৈলাস কোচ ওরফে কেশব রায়। সঙ্গে তার স্ত্রীও।  কেএলও আন্দোলনের সঙ্গে যুক্তদের মূলস্রোতে ফেরাতে ইতিমধ্যেই প্য়াকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার ।চেয়ারম্যান জীবন সিংয়ের পর কেএলও-র সেকেন্ড ইন কমান্ড ছিল এই কৈলাস কোচ ওরফে কৈশব রায়। দীর্ঘদিন ধরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে। রাজ্য়ের একাধিক নাশকতা মামলায় অভিযুক্ত কৈলাস। এমনকী, তাঁর সন্ধান দিতে পারলে আর্থিক পুরস্কার ঘোষণাও করেছিল পুলিস। সেই কৈলাস কোচ ওরফে কেশব অবশেষে আত্মসমপর্ণ করল। কেন?

 

এদিন ভবানী ভবনে রাজ্য পুলিসের শীর্ষকর্তাদের পাশে বসে কৈলাস বলেন,  ‘আমি ও আমার স্ত্রী সাধারণ জীবনে ফেরার জন্য সমাজের মূলস্রোতে ফিরে আসলাম এবং আত্মসমপর্ণ করলাম। ১৬ বছর ধরে সশস্ত্র আন্দোলন করলাম। আন্দোলন করে বুঝতে পারলাম, হিংসার পথে কোনও উন্নয়ন সম্ভব নয়। আমার যেসব বন্ধু, ভাইয়েরা এখনও জঙ্গলে অস্ত্র ধরে আছে, তাদেরও আহ্বান করি, অস্ত্র ছেড়ে দিয়ে ফিরে আসুক’।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top