ভবিষ্যতে গবেষণা করতে চায় উচ্চমাধ্যমিকে ষষ্ঠ যোজনগন্ধা দাস

ভবিষ্যতে গবেষণা করতে চায় উচ্চমাধ্যমিকে ষষ্ঠ যোজনগন্ধা দাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভবিষ্যতে গবেষণা করতে চায় উচ্চমাধ্যমিকে ষষ্ঠ যোজনগন্ধা দাস। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় জায়গা করে নিয়েছে উত্তর 24 পরগনা জেলার বরানগর রাজকুমারী মেমোরিয়াল স্কুলের ছাত্রী যোজন গন্ধা দাস। তার প্রাপ্ত নম্বর 493। বরানগর তাঁতি পাড়ার এই কৃতী ছাত্রী পড়াশোনা ছাড়াও সিনেমা, তথ্যভিত্তিক ডকুমেন্টারি ফিল্ম দেখতে খুব ভালোবাসে। ভবিষ্যতে জীব বৈচিত্রের আর্কিওলজিক্যাল এর ওপর পড়াশোনা করতে চায়।

 

আগামী দিনে উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য তার বার্তা বই ভালো করে খুঁটিয়ে পড়তে হবে।সফলতা আসবেই। এই কৃতী ছাত্রীর পিতা-মাতা দুজনেই স্কুল শিক্ষক শিক্ষিকা। এই কৃতী ছাত্রী কে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই তার বরানগরের বাড়িতে পাড়া-প্রতিবেশীরা শুভেচ্ছা জানাতে ভিড় করেছিলেন। কথা প্রসঙ্গে ছাত্রীটির মা মিলি দাস মেয়ের নামকরণ প্রসঙ্গে বলেন, দূর থেকে যার খ্যাতি পাওয়া যায় তাকেই বলে যোজন গন্ধা। এছাড়াও মহাভারতে সত্যবতী চরিত্রের অপর নাম ছিল যোজনগন্ধা।

আরও পড়ুন – মাধ্যমিকে পাস করার উপহার হিসেবে, বাবার মোবাইল কিনে দিতে দেরি, আত্মঘাতী হলো মেয়ে

উল্লেখ্য,  এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় জায়গা করে নিয়েছে উত্তর 24 পরগনা জেলার বরানগর রাজকুমারী মেমোরিয়াল স্কুলের ছাত্রী যোজন গন্ধা দাস। তার প্রাপ্ত নম্বর 493। বরানগর তাঁতি পাড়ার এই কৃতী ছাত্রী পড়াশোনা ছাড়াও সিনেমা, তথ্যভিত্তিক ডকুমেন্টারি ফিল্ম দেখতে খুব ভালোবাসে। ভবিষ্যতে জীব বৈচিত্রের আর্কিওলজিক্যাল এর ওপর পড়াশোনা করতে চায়। আগামী দিনে উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য তার বার্তা বই ভালো করে খুঁটিয়ে পড়তে হবে।সফলতা আসবেই।

 

এই কৃতী ছাত্রীর পিতা-মাতা দুজনেই স্কুল শিক্ষক শিক্ষিকা। এই কৃতী ছাত্রী কে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই তার বরানগরের বাড়িতে পাড়া-প্রতিবেশীরা শুভেচ্ছা জানাতে ভিড় করেছিলেন। কথা প্রসঙ্গে ছাত্রীটির মা মিলি দাস মেয়ের নামকরণ প্রসঙ্গে বলেন, দূর থেকে যার খ্যাতি পাওয়া যায় তাকেই বলে যোজন গন্ধা। এছাড়াও মহাভারতে সত্যবতী চরিত্রের অপর নাম ছিল যোজনগন্ধা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top