বিনোদন – নারী নির্যাতন ও পাচারের অন্ধকার জগত ভেঙে আবারও লড়াইয়ে নামছেন শিবানী শিবাজি রায়। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির দিন ঘোষণা হল বলিউডের জনপ্রিয় কপ-ড্রামা ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘মর্দানি ৩’-এর। পুলিশের ইউনিফর্মে ভয়ডরহীন রূপে ফের বড় পর্দায় ফিরছেন রানি মুখোপাধ্যায়।
যশরাজ ফিল্মস শনিবার অফিসিয়ালি ঘোষণা করেছে, আগামী ৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মর্দানি ৩’। প্রযোজনা সংস্থার ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রকাশিত নতুন পোস্টারেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, এ বারও নিখোঁজ মেয়েদের উদ্ধারে ভয়ংকর এক অভিযানে নামছেন শিবানী শিবাজি রায়।
পোস্টারের ক্যাপশনে লেখা রয়েছে, “সব মেয়েকে উদ্ধার না করা পর্যন্ত সে থামবে না।” পোস্টারে রানিকে বন্দুক হাতে দৃঢ় দৃষ্টিতে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁর পিছনে একাধিক কিশোরী মেয়ের মুখ, যাদের গায়ে বড় করে লেখা ‘Missing’। ইঙ্গিত স্পষ্ট—এই ছবিতেও নারী পাচার চক্রের বিরুদ্ধে কঠিন ও নির্মম লড়াইয়ের গল্প উঠে আসতে চলেছে।
প্রথমে শোনা গিয়েছিল, ফেব্রুয়ারির শেষের দিকে মুক্তি পেতে পারে ছবিটি। তবে নির্মাতারা সেই পরিকল্পনা বদলে মুক্তির দিন এগিয়ে এনেছেন। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ভাসছেন অনুরাগীরা। কেউ লিখছেন, “এই কামব্যাকের জন্যই অপেক্ষা ছিল”, আবার কেউ প্রশ্ন তুলছেন—“ট্রেলার কবে?”
এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিরাজ মিনাওয়ালা এবং প্রযোজনায় আদিত্য চোপড়া। আগেই রানি মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ‘মর্দানি ৩’ আগের দুই কিস্তির তুলনায় আরও ডার্ক, আরও ভয়াবহ এবং আরও অ্যাকশন-প্যাকড হতে চলেছে। যদিও গল্পের বিস্তারিত এখনও গোপন রেখেছেন নির্মাতারা।
২০১৪ সালে মুক্তি পাওয়া ‘মর্দানি’ এবং ২০১৯-এর ‘মর্দানি ২’—দুটিই বক্স অফিসে ও সমালোচকদের কাছে প্রশংসা কুড়িয়েছিল। এই ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই হিন্দি সিনেমার অন্যতম সফল নারী-প্রধান কপ-ড্রামা হিসেবে জায়গা করে নিয়েছে। উল্লেখ্য, রানিকে শেষ দেখা গিয়েছিল ‘Mrs Chatterjee vs Norway’ ছবিতে, যার জন্য তিনি তাঁর কেরিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।




















