নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২২ নভেম্বর, ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত এক প্লাস্টিক কারখানা। এরপর আগুন ছড়িয়ে যায় পাশে থাকা স্টীল কারখানায়। ঘটনাটি শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন তারাতলা এলাকার। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে শালুগাড়া ডাবগ্রাম দমকল কেন্দ্রের ৩টে ইঞ্জিন। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। তবে দমকল বাহীনির প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে ঘটতে পারে এই অগ্নিকাণ্ড। কিন্তু আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে দমকল বাহীনি।
প্রসঙ্গত, প্লাস্টিক কারখানার কর্ণধার বাপ্পা পাল বলেন , সকাল থেকেই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল কারখানাতে। বারবার বৈদ্যুতিক দপ্তরে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করে উঠতে পারেননি তিনি। তবে কি করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না। আনুমানিক ৮০ লক্ষ টাকার মেশিন ছিল যা পুড়ে যায় এই অগ্নিকান্ডের জেরে।