বাঁকুড়া- এই নিয়ে বেশ কয়েকবার ঘটে গেল একই ঘটনা।ফের ভয়ঙ্কর আগুনের ঘটনায় পুড়ে ছাই বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়েরবিস্তীর্ণ এলাকা। পাহাড়ের এক প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল আগুন লাগে, যা তড়িঘড়ি রাতের মধ্যে ছড়িয়ে পড়ে।
এর আগে ২০২২ সালে আগুন লাগে শুশুনিয়ায়। ২০২৪-এ শেষবার আগুন লেগেছিল পাহাড়ে। সেই আগুন ছড়িয়ে পড়েছিল বিস্তীর্ণ অংশে।
আগুন লাগার ফলে বন্যপ্রাণের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আগুনের ভয়াবহতা এতটাই যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকাও। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।
শুষ্ক ঝোপঝাড় ও গাছগাছালির জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো নাকানিচোবানি খেতে হচ্ছে বন দফতরের কর্মীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু ছোট-বড় প্রাণীর পালানোর সুযোগ না পেয়ে পুড়ে মৃত্যুও হতে পারে। আগুন নিভলেই তবেই সবটা স্পষ্ট হবে বলে খবর।
আশঙ্কা করা হচ্ছে পাহাড়ে বসবাসকারী হরিণ, শিয়াল, খরগোশের মতো প্রাণীদের জীবন এখনও সংকটে।এছাড়াও, স্থানীয় পাখি ও সরীসৃপেরও ক্ষতি হতে পারে।টানা তিন-চারদিন অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলেন বনদফতরের কর্মীরা।
