পশ্চিম মেদিনীপুর – বর্তমানে রাস্তার দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বহু ট্রাফিক নিরাপত্তার পরেও এই দুর্ঘটনাগুলি রোধ করা সম্ভব হচ্ছে না। এমনই একটি ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় জাতীয় সড়কে। মঙ্গলবার মধ্যরাতে এক ট্রাক চালকের দলা পাকানো মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।সঙ্গে থাকা খালাসির অবস্থা আশঙ্কাজনক। তাঁকে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে বাঁকুড়ার বিষ্ণুপুরের দিক থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। ঠিক রাত ২ নাগাত গড়বেতায় ঢোকার আগে ভাটমারার জঙ্গলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা শাল গাছের সারিতে ট্রাকটি সজোরে ধাক্কা মারে। ভয়াবহভাবে ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায় ট্রাকের সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের।
এই দুর্ঘটনার খবর দেওয়া হয়ে স্থানীয় থানায়। গড়বেতা থানার পুলিশ দ্রুত সেই ঘটনাস্থলে আসেন এবং উদ্ধারকার্য শুরু করেন। প্রথমেই উদ্ধার করা হয় দুমরে মুচরে যাওয়া ট্রাকের সামনের অংশ থেকে চালকের কুণ্ডলী পাকানো দেহ। আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায় খালাসিকে। তাঁকে গুরুতর জখম ও রক্তাক্তভাবে প্রথমে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠায় পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ অনুমান করে জানিয়েছে, অস্বাভাবিক গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে। তবে চালক মদ্যপ ছিলেন কিনা তা জানা যায়নি। ট্রাকের চালক ও খালাসির নাম ও তাঁদের বাড়ির ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখবে বলেও আশ্বাস দিয়েছেন পুলিশ।
