কলকাতা- বেপরোয়া গতির জেরে ফের দুর্ঘটনা। খান্না ব্রিজের উপরে ভাঙল হাইটবার। দ্রুত গতিতে আসা ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে গেল পুলিশ কিয়স্কের মধ্যে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। আশপাশে কেউ না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।প্রথমে সেটি সেতুর হাইট বারে আটকে যায়। কিন্তু ডাম্পারের গতি এতটাই বেশি ছিল যে, হাইটবার ভেঙে এগিয়ে যায় ডাম্পারটি। সোজা রাস্তার পাশে থাকা পুলিশ কিয়স্কে ধাক্কা মারে। ভেঙে তছনছ হয়ে গিয়েছে পুলিশ কিয়স্ক।রাতেই ঘটনাস্থলে যান ডিএমজি। হাইটবার ভেঙে পড়ায় যান চলাচল ব্যহত হয়। কিয়স্কটিও ভেঙে রাস্তার উপর পড়ে যায়। রাতেই সেগুলি সরানোর ব্যবস্থা করে পুলিশ।
