ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের! আহত আরোও সাত জন

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের! আহত আরোও সাত জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নদীয়া – দোলের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটল নদিয়ার (Nadia) চাপড়ায়। টোটো ও চারচাকার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশু-সহ তিনজনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও তিনজনের। গুরুতর জখম আরও সাতজন।

তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের চাপড়া হাসপাতাল থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

মর্মান্তিক দুর্ঘটনার জেরে উৎসবের সকালে এলাকায় কার্যত শোকের ছায়া। অন্যদিকে পৃথক একটি দুর্ঘটনায় মালদহের গাজোলে মৃত্যু হয়েছে আরও একজনের।



স্থানীয় সূত্রের খবর, দোলের সকালে ঈদের বাজার করে চাপড়া থেকে নাকাশিপাড়া ফিরছিল একটি পরিবার। তিনটি টোটোতে পরিবারের ১৩ সদস্য ছিলেন। আচমকা একটি লরির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। জখম হন আরও কয়েকজন। উদ্ধার কার্যে এগিয়ে আসেন স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে পরে আরও তিনজনের মৃত্যু হয়েছে।



প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুর্ঘটনার তীব্রতায় টোটোটি দুমড়ে মুচড়ে যায়। পরে পালাতে গিয়ে বাকি দুটি টোটোকেও ধাক্কা মারে লরি। তাতেই দুর্ঘটনা ভয়াবহ আকার নেয়। লরির তলায় চাপা পড়ে যায় টোটোর একাধিক যাত্রী। জানা যাচ্ছে, আহতদের প্রথমে চাপড়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁগের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top