ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা, অক্ষত রইলেন অভিনেতা ও তাঁর পরিবার

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা, অক্ষত রইলেন অভিনেতা ও তাঁর পরিবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা সোমবার এক বড়সড় সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার এনএইচ-৪৪এ-তে। জানা গেছে, শুধু অভিনেতা নন, তাঁর পরিবারের সদস্যরাও ওই গাড়িতে উপস্থিত ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়ায় অনুরাগীদের মধ্যে। সূত্রের খবর অনুযায়ী, বিজয় দেবরাকোন্ডার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল উলটোদিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে। পরিবার-সহ পুট্টাপার্থী থেকে ফিরছিলেন অভিনেতা, সেই সময় গাদওয়ালের কাছে ঘটে যায় এই দুর্ঘটনা।

দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে, অভিনেতার গাড়িটি রীতিমতো দুমড়ে-মুচড়ে গেছে। যদিও গাড়ির অবস্থা অত্যন্ত খারাপ, তবুও সৌভাগ্যবশত বিজয় দেবরাকোন্ডা ও তাঁর পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেতা ইতিমধ্যেই ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন যে তিনি ও তাঁর পরিবার ভালো আছেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে বাগদান সেরেছেন বিজয় দেবরাকোন্ডা। যদিও দুজনেই প্রকাশ্যে কখনও তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তবুও দক্ষিণী চলচ্চিত্র জগতে তাঁদের জুটিকে নিয়ে নানা জল্পনা চলছিল। জানা গিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়বেন রশ্মিকা ও বিজয়। প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে, প্রেমদিবসের আবহেই হবে তাঁদের বিয়ে, তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়।

বিয়ের অনুষ্ঠান ঘিরে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন এই তারকা যুগল, তবুও তাঁদের আংটি বদলের খবর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জীবনের নতুন অধ্যায় শুরু করার পর এমন দুর্ঘটনার খবর অনুরাগীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করলেও, বিজয় ও তাঁর পরিবারের সুস্থতার খবর পাওয়ার পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top