ফালাকাটা শহরের বিস্তৃর্ন এলাকায় ভর দুপুরেও জ্বলছে পথবাতি. ফালাকাটা শহরে ভর দুপুরেও জ্বলছে বিভিন্ন এলাকার পথবাতি।কয়েকমাস ধরে এমন দৃশ্য চোখে পড়ছে ফালাকাটা শহরে।ফালাকাটা পুরসভা এলাকার সিনেমাহল রোড,নেতাজী রোড,বাবুপাড়া, হাটখোলা রোড, হাটখোলা, মসল্লাপট্টি, যাদবপল্লী, মহাকাল পাড়া ও থানারোড সহ বিভিন্ন এলাকায় ভরদুপুরে জ্বলে থাকছে পথবাতিগুলি।
ফলে বিদ্যুতের অপচয় হচ্ছে ব্যাপক হারে বলে অভিযোগ।বিষয়টি নিয়ে সচেতন নাগরিকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন।এভাবে প্রতিনিয়ত বিদ্যুৎ অপচয় হচ্ছে বলে মনে করছে ফালাকাটা নাগরিক মঞ্চ। প্রসঙ্গত,আগে ফালাকাটা শহরতলীর তিনটি গ্রাম পঞ্চায়েত ওই পথবাতিগুলি রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছিল। গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে পথবাতির ওই বিল মেটানো হত৷মাস ছয়েক আগে পুরসভার মর্যাদা পায় ফালাকাটা।
শহরতলীর ওই গ্রাম পঞ্চায়েতগুলি অবলুপ্ত হয়ে যাওয়ায় এখন পথবাতির রক্ষনাবেক্ষনের দায়িত্বে ফালাকাটা পুরসভা৷ফালাকাটা শহরের প্রধান রাস্তা এশিয়ান হাইওয়ে ও সার্ভিস রোডে রয়েছে ৭২ টি পথবাতি৷ওই পথবাতিগুলির সঙ্গে টাইমার সংযোগ থাকায় সেগুলি সন্ধ্যার আগে নির্দিষ্ট সময়েই জ্বলে উঠে আবার ভোরের আলো ফুটতেই নিভে যায়৷কিন্ত টাইমার ব্যাবস্থা বা জ্বালানো ও নেভানোর লোক না থাকায় ভরদুপুরেও জ্বলে থাকছে শহরের বিভিন্ন এলাকার কয়েকশো পথবাতি৷প্রতিমাসে পথবাতির বিদ্যুৎ বিল বাবদ আগে গ্রাম পঞ্চায়েত গুলিকে প্রচুর টাকা বিল মেটাতে হত। অনেক সময়ই বিদ্যুৎ বিল বকেয়া থাকতো।
আরও পড়ুন – সিআরপিএফের কোবরা ব্যাটালিয়ন এর উদ্যোগে জনসংযোগ কর্মসূচি
ইতিপূর্বে কয়েক বছর আগে ফালাকাটায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে পথবাতির কয়েক লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল।সে সময় পথবাতির সংযোগ ছিন্ন করার ব্যাপারেও বিদ্যুৎ বন্টন সংস্থার তরফে মাইকে প্রচার চালানো হয়েছিল।তবে বর্তমানে পুরসভার কাছে বিদ্যুৎ বন্টন সংস্থার পথবাতির বিল বকেয়া রয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি। ফালাকাটা নাগরিক মঞ্চের পক্ষে বাপন গোপ বলেন,”শহরের পথবাতিগুলি অনেকদিন ধরেই সঠিক রক্ষনাবেক্ষন করা হচ্ছেনা।
এভাবে একদিকে যেমন বিদ্যুতের অপচয় হচ্ছে৷তেমনি ভরদুপুরে পথবাতি জ্বলে থাকার ঘটনা দৃষ্টিকটুও বটে।নির্দিষ্ট সময়ে শহরের সমস্ত পথবাতি জ্বালানো ও নেভানোর ব্যাবস্থা করতে ফালাকাটা পুর কতৃপর্ক্ষকে উদ্যোগী হতে হবে৷”ফালাকাটা সিনেমা হল রোডের ব্যাবসায়ী গৌড় চন্দ্র ঘোষ বলেন,” দীর্ঘদিন ধরেই এলাকার পথবাতিগুলি এভাবে দিনের বেলাতেও জ্বলে থাকছে৷কোথায় স্যুইচ আছে তারাও জানেননা৷এতে প্রতিনিয়ত বিদ্যুতের অপচয় হচ্ছে।অবিলম্বে ওই বিদ্যুতের অপচয় বন্ধ করা দরকার৷”এদিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ফালাকাটা পুরসভার এক্সিকিউটিভ অফিসার সুপ্রতীক মজুমদার।