ভরতপুরে বন্যার কবলে একাধিক গ্রাম, ত্রাণে জোর প্রশাসনের

ভরতপুরে বন্যার কবলে একাধিক গ্রাম, ত্রাণে জোর প্রশাসনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের ভরতপুর ১ নম্বর ব্লকের একাধিক গ্রাম এখন জলবন্দি। তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে সুখদানপুর-সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। চারদিকে জল জমে যাওয়ায় গ্রামবাসীরা নৌকা বা গুড়ের কড়াই ব্যবহার করে যাতায়াত করছেন।

ভরতপুর ১-এর বিডিও দাওয়া শেরপা ও থানার ওসি শিবনাথ মণ্ডল বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। শ্যামপুর, গড্ডা, বালিচুনা, সিংহারি, আঙারপুর-সহ একাধিক গ্রামের চাষের জমি এখন জলের নিচে।

এই পরিস্থিতির মধ্যেই দেখা যায়, কোল্লা গ্রামের ইউনিফর্ম পরা ছাত্রীরা জল পেরিয়ে স্কুলে যাচ্ছে— যা গ্রামীণ জীবনের লড়াইয়ের দৃষ্টান্ত হয়ে উঠেছে।

বিডিও দাওয়া শেরপার আশ্বাস, প্রশাসন পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী পাঠানো শুরু হয়েছে এবং একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top