শিলিগুড়িতে কংগ্রেসেই ভরসা বামেদের, কেন?

শিলিগুড়িতে কংগ্রেসেই ভরসা বামেদের, কেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ভরসা

শিলিগুড়িতে কংগ্রেসেই ভরসা বামেদের, কেন? শিলিগুড়ি পুরভোটে অটুটই থাকছে বাম-কংগ্রেস জোট! আসন্ন শিলিগুড়ি পুরভোটে কংগ্রেসের সঙ্গে জোট গড়েই লড়বে বামেরা। এবারে জোট হবে লিখিত। শুধু কংগ্রেসই নয়, বিজেপি এবং তৃণমূল বিরোধী অন্যদের সঙ্গে নিয়েই লড়বে বামেরা।

 

ইতিমধ্যে একপ্রস্থ আলোচনা হয়েছে। বিধানসভা নির্বাচনে রাজ্যে বাম কংগ্রেস জোট করেও খাতা খুলতে পারেনি বামেরা । তবে সামনের পুরনিগমের নির্বাচনেও শিলিগুড়ি পুরনিগম দখলে এখন ভরসা বাম কংগ্রেস জোট। বিধানসভা ভোটে জোট রাজ্যে খাতা খুলতে না পারলেও পুরনিগম দখলে মরিয়া দুই পক্ষই। তবে শুধু বাম কংগ্রেসই নয়, বিজেপি ও তৃণমূল বিরোধী যে কোনও ধর্মনিরপেক্ষ দলকে এই জোটে স্বাগত জানিয়েছে বাম কংগ্রেস দু’পক্ষই।

 

প্রসঙ্গত বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি থেকে অশোক ভট্টাচার্য পরাজিত হওয়ায় মুখ থুবড়ে পড়েছিল বামেরা। তবে এবার পূরনিগমের নির্বাচনকে হাতিয়ার করেই ঘুরে দাঁড়াতে চায় বাম ও কংগ্রেস। জোট নিয়ে ইতিমধ্যেই আলোচনা সভার মাধ্যমে শুরু হয়েছে তার প্রস্তুতি। আজ শিলিগুড়িতে একটি কর্মীসভার আয়োজন করল সিপিএম। এই বৈঠক থেকে বিজেপি ও তৃণমূল বিরোধী সব দলকেই এই জোটে স্বাগত জানানো হয়।

 

অশোক বাবুর দাবি, পুর ভোটে জয়ের লক্ষ্যেই লড়াইয়ে নামবেন তাঁরা৷ প্রার্থী তালিকাতেও থাকবে একাধিক নতুন মুখ। অবিজেপি এবং অতৃণমূল বোর্ড গড়তে মরিয়া বাম শিবির। গত বিধানসভা নির্বাচনে হাতের সঙ্গে জোট গড়ে লড়েও খাতা খুলতে পারেনি কোনও পক্ষই। তবু পুরবোর্ড জিততে মরিয়া দুই শিবির। সিপিএম নেতার সুরেই সুর মেলালেন কংগ্রেস নেতা জীবন মজুমদার। তাঁর দাবি, ‘বামেদের সঙ্গে জোট আমাদের ভাঙেনি। পুরভোটে জোট বেধেই লড়ব।

 

তার আগে একাধিক ইস্যুতে বাম এবং কংগ্রেস তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে নামবে।’ এ বিষয়ে দার্জিলিংয়ে দলীয় সভাপতি শঙ্কর মালাকারের সঙ্গে বাম নেতৃত্বর একপ্রস্থ আলোচনা হয়েছে বলেও দাবি কংগ্রেস নেতার। পুর প্রশাসনিক বোর্ড, রাজ্য এবং কেন্দ্রের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়েই শিলিগুড়ির রাস্তায় নামবে বাম ও কংগ্রেস। সম্প্রতি পুরভোট নিয়ে দলের কৌশলও ঠিক হয়েছে। এবারে নবীনদের প্রার্থী করানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসও।কলকাতা ও হাওড়া পুরসভার দিনক্ষণ ঘোষণা হলেও এখনো শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি।

 

আর ও   পড়ুন    চাকরি খুঁজছেন? এখুনি যোগাযোগ করুন, বেতন ৩৭,৫০০ টাকা

 

তবে তার আগেই  শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনকে নিয়ে জোর তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে শিলিগুড়ি পুরনিগম দখল করেই ফের নিজেদের হারানো জমি ফেরাতে চায় জোট। এ বিষয়ে বাম কংগ্রেসের এই জোটকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন শিলিগুড়ির বিধায়ক তথা বিজেপি নেতা শঙ্কর ঘোষ।

 

তিনি কটাক্ষ করে বলেন, যেই দুই দলের নীতির মিল নেই তাদের রাজনৈতিক ক্ষেত্রে জোট অপ্রাসঙ্গিক। অপরদিকে দার্জিলিং জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, নির্বাচনের জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নেই তৃণমূলের । তৃণমূল সাধারণ মানুষের জন্য সারাবছর কাজ করে। ফলে তৃণমূল আবারও ক্ষমতায় ফিরবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top