ভরা গ্রীষ্মের দুপুরে ফের বিদেশি অতিথি পাখির আগমন হাওড়ায়। কিছুদিন আগেই হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছে শীতের দেশের দলছুট এক পরিযায়ী পাখির আগমন ঘটেছিল। এবার ফের ভরা গ্রীষ্মের দুপুরে বিদেশি আরেক অতিথি পাখির আগমন ঘটল। জগাছায় অশ্বত্থের ডালে ম্যাকাও দেখতে গত দু’দিন ধরেই বাড়ছে উৎসুক জনতার ভিড়। নজরদারি শুরু করেছে পুলিশ ও বন দপ্তর। হাওড়ার জগাছা থানার অন্তর্গত গরফা হরিসভাতলা এলাকায় একটি অশ্বত্থ গাছে ম্যাকাও পাখির আগমন ঘটেছে। নীল হলুদ রঙের এই পূর্ণাঙ্গ ম্যাকাও দেখতে এখন ভিড় জমাচ্ছেন পক্ষীপ্রেমী থেকে সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, শুক্রবারই পাখিটিকে সেখানে প্রথম দেখা যায়। খবর রটে যেতেই ভিড় বাড়তে থাকে সেখানে। পাখিটির যাতে কোনো ক্ষতি না হয় তারজন্য জগাছা থানার পুলিশ আসে।খবর দেওয়া হয় বন দপ্তরে। সকালের দিকে পাখিটি উড়ে গেলেও আবার শনিবার দুপুরে পাখিটি এসে একই গাছে এসে বসে। বন দপ্তরের লোকজন এসে পাখিটি উদ্ধার করার চেষ্টা করলেও উঁচু ডালে থাকায় ধরা যায়নি। বিদেশি এই পাখিটি কোথা থেকে এল তা অবশ্য জানা যায়নি। তবে পাখিটিকে যাতে বিরক্ত কেউ না করে তার জন্য পুলিশি নজরদারিও রয়েছে ওই এলাকায়।
আরও পড়ুন – আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস
উল্লেখ্য, কিছুদিন আগেই হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছে শীতের দেশের দলছুট এক পরিযায়ী পাখির আগমন ঘটেছিল। এবার ফের ভরা গ্রীষ্মের দুপুরে বিদেশি আরেক অতিথি পাখির আগমন ঘটল। জগাছায় অশ্বত্থের ডালে ম্যাকাও দেখতে গত দু’দিন ধরেই বাড়ছে উৎসুক জনতার ভিড়। নজরদারি শুরু করেছে পুলিশ ও বন দপ্তর। হাওড়ার জগাছা থানার অন্তর্গত গরফা হরিসভাতলা এলাকায় একটি অশ্বত্থ গাছে ম্যাকাও পাখির আগমন ঘটেছে। নীল হলুদ রঙের এই পূর্ণাঙ্গ ম্যাকাও দেখতে এখন ভিড় জমাচ্ছেন পক্ষীপ্রেমী থেকে সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, শুক্রবারই পাখিটিকে সেখানে প্রথম দেখা যায়।
খবর রটে যেতেই ভিড় বাড়তে থাকে সেখানে। পাখিটির যাতে কোনো ক্ষতি না হয় তারজন্য জগাছা থানার পুলিশ আসে।খবর দেওয়া হয় বন দপ্তরে। সকালের দিকে পাখিটি উড়ে গেলেও আবার শনিবার দুপুরে পাখিটি এসে একই গাছে এসে বসে। বন দপ্তরের লোকজন এসে পাখিটি উদ্ধার করার চেষ্টা করলেও উঁচু ডালে থাকায় ধরা যায়নি। বিদেশি এই পাখিটি কোথা থেকে এল তা অবশ্য জানা যায়নি। তবে পাখিটিকে যাতে বিরক্ত কেউ না করে তার জন্য পুলিশি নজরদারিও রয়েছে ওই এলাকায়।