আলিপুরদুয়ারে তিনটি দোকান ভস্মীভূত হয়ে গেল আগুনে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লক এর নয় মাইল এলাকায় তিনটি দোকান ভস্মীভূত হয়ে গেল আগুনে l ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে বলরাম
রায় চৌধুরী এবং মদন রায় চৌধুরীর তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে একটি গাড়িও পুড়ে যায় ।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 38 লাখ টাকা l
এর আগেও একই ভাবে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লক এর নয়মাইল এলাকায় তিনটি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছিল ।পর পর ঠিক শুক্রবার রাত বারোটার পরে আগুন লাগার ঘটনায় এলাকাবাসীর অভিযোগ ,কি করে শুক্রবার রাত বারোটার পরই আগুন লাগে এ নিয়ে ধন্দে রয়েছে এলাকা বাসি।
আর আগেও 2019 সালে 22 জুন একটি চায়ের দোকানে আগুন লাগে । ঘটনার পর দমকল বাহিনীকে ফোন করলে দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে এসে পৌঁছায় ফালাকাটা দমকল কেন্দ্রের গাড়ি।
আর ও পড়ুন ডাইনি অপবাদ দিয়ে পুত্রবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
উল্লেখ্য,আলিপুরদুয়ারে তিনটি দোকান ভস্মীভূত হয়ে গেল আগুনে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লক এর নয় মাইল এলাকায় তিনটি দোকান ভস্মীভূত হয়ে গেল আগুনে lঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে বলরাম
রায় চৌধুরী এবং মদন রায় চৌধুরীর তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে একটি গাড়িও পুড়ে যায় ।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 38 লাখ টাকা lএর আগেও একই ভাবে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লক এর নয়মাইল এলাকায় তিনটি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছিল ।
পর পর ঠিক শুক্রবার রাত বারোটার পরে আগুন লাগার ঘটনায় এলাকাবাসীর অভিযোগ ,কি করে শুক্রবার রাত বারোটার পরই আগুন লাগে এ নিয়ে ধন্দে রয়েছে এলাকা বাসি।আর আগেও 2019 সালে 22 জুন একটি চায়ের দোকানে আগুন লাগে । ঘটনার পর দমকল বাহিনীকে ফোন করলে দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে এসে পৌঁছায় ফালাকাটা দমকল কেন্দ্রের গাড়ি।
আলিপুরদুয়ারে তিনটি দোকান ভস্মীভূত হয়ে গেল আগুনে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লক এর নয় মাইল এলাকায় তিনটি দোকান ভস্মীভূত হয়ে গেল আগুনে lঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে বলরাম
রায় চৌধুরী এবং মদন রায় চৌধুরীর তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে একটি গাড়িও পুড়ে যায় ।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 38 লাখ টাকা lএর আগেও একই ভাবে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লক এর নয়মাইল এলাকায় তিনটি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছিল ।পর পর ঠিক শুক্রবার রাত বারোটার পরে আগুন লাগার ঘটনায় এলাকাবাসীর অভিযোগ ,কি করে শুক্রবার রাত বারোটার পরই আগুন লাগে এ নিয়ে ধন্দে রয়েছে এলাকা বাসি।