করোনা আবহে মধ্যবিত্তের কপালে ভাঁজ তুলে বাড়লো চালের দাম

করোনা আবহে মধ্যবিত্তের কপালে ভাঁজ তুলে বাড়লো চালের দাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ভাঁজ

করোনা আবহে মধ্যবিত্তের কপালে ভাঁজ তুলে বাড়লো চালের দাম । দেশজুড়ে  বাড়ছে কোভিড। আজ, শুক্রবার দৈনিক সংক্রমণ এক লাখের গণ্ডি ছাড়িয়েছে। বাংলায় ১৬ হাজারের গণ্ডি পেরিয়েছে। কড়া কোভিড বিধি জারি করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। তার জেরে বন্ধ পর্যটন কেন্দ্র। কোপ পড়েছে রেস্তোরাঁ, পানশালার গ্রাহক থেকে এমনকী ট্রেন, বাসের যাত্রী সংখ্যায়। ব্যবসা যে এর ফলে অনেকটাই বিপর্যস্ত বোঝাই যাচ্ছে। এর মধ্যে হু হু করে বাড়ছে জিনিসের দাম। এই অবস্থার মধ্যে   ভোগান্তি বাড়াল চালের দাম।আগের তুলনায় অনেকটাই বাড়ল চালের দাম।

 

ব্যবসায়ীদের দাবি, গত কয়েক মাসে অনেকটাই বেড়েছে সব রকম চালের দাম। চালের খুচরো বাজারের দর বলছে, মিনিকেট চালের একমাস আগে দাম ছিল ৩৪ থেকে ৩৫ টাকা কেজি। এখন ৪৫ টাকা কেজি। বাঁশকাঠি চালের দাম ছিল ৪২ থেকে ৪৫ টাকা কেজি। এখন ৫০ টাকা কেজি। দুধের সর চাল ৪২ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এখন তার দাম কেজি প্রতি ৫০ থেকে ৫২ টাকা। বাসমতি চালের দাম ছিল ৫৫ থেকে ৬৫ টাকা কেজি। এখন ৬৫ থেকে ৭৫ টাকা। ৭৫ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল গোবিন্দভোগ। এখন ৯০ থেকে ১০০ টাকা।

 

আর ও পড়ুন    ভারতে আটকে থাকা ২১ জন বাংলাদেশীকে ফেরত পাঠানো হলো   

 

রাজ্যের  বেশিরভাগ মানুষ দু’‌বেলাই ভাত খান। সবজি, মাছের দাম বেড়েছে। ফলে নিম্নবিত্ত পরিবারগুলোর ভরসা এই ভাত। অন্য কিছু খাওয়ার সামর্থ্য তাদের নেই। এর মধ্যে চালের এতটা দাম বাড়ায় কপালে ভাঁজ পড়ল সাধারণ মানুষের।   ব্যবসায়ীরা জানালেন, মূলত মিনিকেট চালের দামই বেশি বেড়েছে। কারণ বাংলাদেশে বেশি পরিমাণ ওই চাল রপ্তানি হচ্ছে। বাকি ধরনের চাল অন্ধ্রে রপ্তানি হচ্ছে। আসল কথা, চাহিদা বেড়েছে ভিন রাজ্যে। ফলে এ রাজ্যে দাম বেড়ে গিয়েছে। ব্যবসায়ীদের মতে, আগামী এক–দু’‌মাসে কমবে না চালের দাম।

 

উল্লেখ্য,  করোনা আবহে এবার উর্ধমুখী হলো চালের দাম । দেশজুড়ে  বাড়ছে কোভিড। আজ, শুক্রবার দৈনিক সংক্রমণ এক লাখের গণ্ডি ছাড়িয়েছে। বাংলায় ১৬ হাজারের গণ্ডি পেরিয়েছে। কড়া কোভিড বিধি জারি করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। তার জেরে বন্ধ পর্যটন কেন্দ্র। কোপ পড়েছে রেস্তোরাঁ, পানশালার গ্রাহক থেকে এমনকী ট্রেন, বাসের যাত্রী সংখ্যায়। ব্যবসা যে এর ফলে অনেকটাই বিপর্যস্ত বোঝাই যাচ্ছে। এর মধ্যে হু হু করে বাড়ছে জিনিসের দাম। এই অবস্থার মধ্যে   ভোগান্তি বাড়াল চালের দাম।আগের তুলনায় অনেকটাই বাড়ল চালের দাম।

 

ব্যবসায়ীদের দাবি, গত কয়েক মাসে অনেকটাই বেড়েছে সব রকম চালের দাম। চালের খুচরো বাজারের দর বলছে, মিনিকেট চালের একমাস আগে দাম ছিল ৩৪ থেকে ৩৫ টাকা কেজি। এখন ৪৫ টাকা কেজি। বাঁশকাঠি চালের দাম ছিল ৪২ থেকে ৪৫ টাকা কেজি। এখন ৫০ টাকা কেজি। দুধের সর চাল ৪২ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এখন তার দাম কেজি প্রতি ৫০ থেকে ৫২ টাকা। বাসমতি চালের দাম ছিল ৫৫ থেকে ৬৫ টাকা কেজি। এখন ৬৫ থেকে ৭৫ টাকা। ৭৫ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল গোবিন্দভোগ। এখন ৯০ থেকে ১০০ টাকা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top