ভাইফোঁটার দিনে কলকাতা মেট্রোর বিশেষ ঘোষণা, ব্লু ও গ্রিন লাইনে কমবে ট্রেনের সংখ্যা

ভাইফোঁটার দিনে কলকাতা মেট্রোর বিশেষ ঘোষণা, ব্লু ও গ্রিন লাইনে কমবে ট্রেনের সংখ্যা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – ভাইফোঁটার দিনে মেট্রো পরিষেবা নিয়ে বিশেষ ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার, অর্থাৎ ভাইফোঁটার দিন, অন্যান্য দিনের মতোই সকাল থেকেই ব্লু ও গ্রিন লাইনে মেট্রো চলবে স্বাভাবিক নিয়মে। ইয়েলো, অরেঞ্জ ও পার্পল লাইনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। তবে চমক রয়েছে অন্য জায়গায়।

মেট্রো সূত্রে জানা গেছে, ভাইফোঁটার দিনে যাত্রী সংখ্যা সাধারণ দিনের তুলনায় কিছুটা কম থাকার পূর্বাভাস থাকায় আপ ও ডাউন উভয় দিকেই মেট্রোর সংখ্যা কমানো হয়েছে। উৎসবের মেজাজে শহর যখন খানিকটা ফাঁকা থাকবে, তখন সেই অনুযায়ী পরিষেবা সামঞ্জস্য করছে মেট্রো কর্তৃপক্ষ।

সাধারণত ব্লু লাইনে প্রতিদিন ২৭২টি রেক চলাচল করে। কিন্তু ভাইফোঁটার দিনে চলবে মাত্র ১৮২টি রেক। অর্থাৎ, প্রায় ৯০টি রেক কমানো হয়েছে। একইভাবে, গ্রিন লাইনে ২২৬টি মেট্রোর বদলে বৃহস্পতিবার চলবে ১৪৮টি রেক।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের অসুবিধা না করেই পরিষেবা বজায় রাখা হবে। পুরো দিন পরিষেবা চালু থাকবে, তবে মেট্রো ছাড়ার সময়ের ব্যবধানে সামান্য পরিবর্তন আসতে পারে।

অধিকর্তারা জানিয়েছেন, “উৎসবের দিনে মেট্রো যাত্রী সাধারণত কম থাকেন। তাই যাত্রীর সুবিধা ও জ্বালানি সাশ্রয়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ করা হয়েছে, যাত্রার আগে অবশ্যই নির্দিষ্ট সময়সূচি দেখে নেওয়ার জন্য। কারণ কিছু রুটে ট্রেনের ব্যবধান কিছুটা বাড়তে পারে।

কলকাতাবাসীর জন্য স্বস্তির খবর, ব্লু ও গ্রিন লাইনে সম্পূর্ণ দিনে মেট্রো পরিষেবা সচল থাকবে। ফলে অফিসগামী বা উৎসব উপলক্ষে শহরমুখী যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।

ইয়েলো, অরেঞ্জ ও পার্পল লাইনেও প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে, ফলে কোনও বড়সড় পরিবর্তন হবে না বলে জানিয়েছে মেট্রো রেল।

মেট্রো দপ্তর জানিয়েছে, ভাইফোঁটার পরদিন থেকেই আবার স্বাভাবিক সূচি অনুযায়ী সমস্ত লাইনে পূর্ণ পরিষেবা চালু হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top