বৃদ্ধা মায়ের মৃত্যুর পর তিন ভাইবোনের আত্মহত্যার চেষ্টা,  মৃত দুই ভাই, হাসপাতালে ভর্তি বোন

বৃদ্ধা মায়ের মৃত্যুর পর তিন ভাইবোনের আত্মহত্যার চেষ্টা,  মৃত দুই ভাই, হাসপাতালে ভর্তি বোন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ভাইবোনের

বৃদ্ধা মায়ের মৃত্যুর পর তিন ভাইবোনের আত্মহত্যার চেষ্টা,  মৃত দুই ভাই, হাসপাতালে ভর্তি বোন। অসুস্থ মায়ের মৃত্যুর পর তিন ছেলে মেয়ের আত্মঘাতীর চেষ্টা। বার্নপুরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। বার্নপুরের স্টেশন রোডে পরিত্যক্ত আবাসনে তিনটি মৃত দেহ উদ্ধার হয়। ৯০ বছরের গীতা কর এবং তাঁর দুই ছেলে জয়ন্ত কর(৫৮), বিপ্লব করের(৬৫) মৃতহেদ উদ্ধার হয়।

 

৫৭ বছরের বোন মায়া কর অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় বাড়ি থেকে। তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তী করা হয়। বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। পাওয়া গিয়েছে কার্বোলিক অ্যাসিড। সুইসাইড নোটে লেখা স্বেচ্ছায় তাঁরা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর কারণ হিসাবে দায়ী করেছেন, মা ছিল তাঁদের অন্তপ্রাণ। তাই তিন ভাইবোন বিয়ে করেননি।

 

মায়ের মৃত্যুর পর নিজেদের আর জীবন রাখতে চাননা। জানাগেছে বড় ভাই জয়ন্ত কর বার্নপুর ইস্কো কারখানায় কাজ করতেন। তিনি একাই ছিলেন রোজেগেরে। প্রতিবেশীদের দাবি বেলা পর্যন্ত বাড়ির দরজা বন্ধ ছিল। পুলিশের কাছে কোনওভাবে খবর যায়। হীরাপুর থানা মৃতদেহগুলি উদ্ধার করে জেলা হাসাপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। বোন জীবিত রয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অনুমান খাবারের সঙ্গে কার্বোলিক অ্যাসিড মাখিয়ে খেয়ে সবাই আত্মহত্যার চেষ্টা করে।

 

আরও পড়ুন    পিঠেপুলির বাজারে‌ও পড়েছে করোনার থাবা

 

উল্লেখ্য, বৃদ্ধা মায়ের মৃত্যুর পর তিন ভাইবোনের আত্মহত্যার চেষ্টা,  মৃত দুই ভাই, হাসপাতালে ভর্তি বোন। অসুস্থ মায়ের মৃত্যুর পর তিন ছেলে মেয়ের আত্মঘাতীর চেষ্টা। বার্নপুরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। বার্নপুরের স্টেশন রোডে পরিত্যক্ত আবাসনে তিনটি মৃত দেহ উদ্ধার হয়। ৯০ বছরের গীতা কর এবং তাঁর দুই ছেলে জয়ন্ত কর(৫৮), বিপ্লব করের(৬৫) মৃতহেদ উদ্ধার হয়। ৫৭ বছরের বোন মায়া কর অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় বাড়ি থেকে। তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তী করা হয়। বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। পাওয়া গিয়েছে কার্বোলিক অ্যাসিড।

 

সুইসাইড নোটে লেখা স্বেচ্ছায় তাঁরা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর কারণ হিসাবে দায়ী করেছেন, মা ছিল তাঁদের অন্তপ্রাণ। তাই তিন ভাইবোন বিয়ে করেননি। মায়ের মৃত্যুর পর নিজেদের আর জীবন রাখতে চাননা। জানাগেছে বড় ভাই জয়ন্ত কর বার্নপুর ইস্কো কারখানায় কাজ করতেন। তিনি একাই ছিলেন রোজেগেরে। প্রতিবেশীদের দাবি বেলা পর্যন্ত বাড়ির দরজা বন্ধ ছিল। পুলিশের কাছে কোনওভাবে খবর যায়। হীরাপুর থানা মৃতদেহগুলি উদ্ধার করে জেলা হাসাপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। বোন জীবিত রয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অনুমান খাবারের সঙ্গে কার্বোলিক অ্যাসিড মাখিয়ে খেয়ে সবাই আত্মহত্যার চেষ্টা করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top