ভাইরাল – সমাজমাধ্যমে ভাইরাল হওয়া হলুদ জল ফেলার ট্রেন্ড অনুসরণ করে মজার ভিডিয়ো তৈরি করতে গিয়েই বিপাকে পড়লেন এক তরুণ। গ্লাসের বদলে পুকুরের জলে হলুদ গুঁড়ো ঢালার সময়, হঠাৎই জল থেকে সাপের মতো বস্তু উঠে ছোবল মারতে উদ্যত হয়, যা দেখে ভয়ে অস্থির তরুণ। জল থেকে উঠে পালাতে গিয়ে তাঁর পোশাকও খুলে যায়। এই দৃশ্য নিয়েই ভাইরাল সেই ভিডিয়ো।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োয় দেখা যায়, কোমরজলে দাঁড়িয়ে এক তরুণ চামচে করে ধীরে ধীরে হলুদ গুঁড়ো পুকুরে ঢালছেন। আচমকাই জল ছপছপিয়ে একটি সাপের মতো বস্তু উঠে এসে তাঁকে ছোবল মারার চেষ্টা করে। ভীত তরুণ তখন জল থেকে উঠে পড়তে গিয়ে পোশাক হারিয়ে ফেলেন, যা দেখে অনেকে হেসে লুটোপুটি খাচ্ছেন।
তবে পরে দেখা যায়, জল থেকে উঠতে থাকা বস্তুটি আদতে সাপ নয়, বরং কাঠের তৈরি নকল সাপ। পুরো ঘটনাটিই একটি পরিকল্পিত রিল ভিডিও। ইনস্টাগ্রামে ‘সানু আনসারি’ নামের এক কনটেন্ট ক্রিয়েটরের অ্যাকাউন্ট থেকে আপলোড করা এই ভিডিয়োটি ইতিমধ্যেই ৩০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। প্রায় ৫০ হাজারেরও বেশি লাইক জমা পড়েছে। কমেন্ট বক্স ভরে উঠেছে মজার মন্তব্য ও ইমোজিতে।
এ প্রসঙ্গে অনেকে যেমন ভিডিওটির অভিনয় দক্ষতা ও হিউমার প্রশংসা করেছেন, তেমনই কেউ কেউ ট্রেন্ডের পেছনে সন্ধানী মনোভাবের নেতিবাচক দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
