বলিউড – সম্প্রতি ভাইরাল হওয়া এক পুরোনো সাক্ষাৎকারে মহেশ ভাটের কন্যা শাহিন ভাট তাঁর মানসিক স্বাস্থ্যসংক্রান্ত অভিজ্ঞতা শেয়ার করে জানান, ১৭-১৮ বছর বয়সে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বোন শাহিনের মুখে এই কঠিন সত্য শুনে প্রকাশ্যে আবেগপ্রবণ হয়ে পড়েন আলিয়া ভাট। সাক্ষাৎকারের এই অংশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তারকা সন্তানদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।
আলিয়া ভাট ওই সাক্ষাৎকারে বলেন, “শাহিন আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। আমি ছোট থেকে ওকে একজন অসাধারণ মানুষ হিসেবে দেখে এসেছি।” শাহিনের কথাগুলি শুনে আলিয়ার চোখে জল চলে আসে। এর আগেও আলিয়া এবং দীপিকা পাড়ুকোনের মতো বলিউড তারকারা তাঁদের বিষণ্ণতার কথা শেয়ার করেছেন, কিন্তু শাহিনের এই স্বীকারোক্তি আবারও মনে করিয়ে দিল, খ্যাতি ও বিত্ত মানেই মানসিক শান্তি নয়।
